Wednesday, August 20, 2025

ভুয়ো পাসপোর্ট মামলায় কলকাতা পুলিশের থেকে নথি যাচাই শুরু ইডির

Date:

জাল পাসপোর্ট মামলায় (Fake Passport case) তদন্তে এবার সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সূত্রের খবর, মঙ্গলবার কলকাতা পুলিশের (Kolkata Police) থেকে ইডি আধিকারিকরা ভুয়ো পাসপোর্ট সংক্রান্ত নথি সংগ্রহ করেছে। এই সমস্ত তথ্য পর্যবেক্ষণ এবং যাচাই করার পর প্রয়োজনে ভবানীপুর থানার দায়ের করা এফআইআর-এর ভিত্তিতে ইসিআইআর (Enforcement Case Information Record) করে মামলা শুরু করা হতে পারে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে।

পাসপোর্ট জালিয়াতের তদন্ত নেমে লালবাজারের তরফে এক প্রাক্তন অফিসার-সহ মোট ন’জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ডাক বিভাগের এক কর্মী ইতিমধ্যেই জামিন পেয়েছেন। আলিপুর আদালতের বিচার বিভাগীয় বিচারকের পর্যবেক্ষণ ছিল, ওই অভিযুক্ত পাসপোর্ট জালিয়াতির অপরাধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না। ভুয়ো পাসপোর্ট চক্রের জাল যে অনেক গভীরে সেটা আগেই আন্দাজ করেছিল কলকাতা পুলিশের গোয়েন্দারা। গত ১৫ ডিসেম্বর ভারতের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় সমরেশ বিশ্বাস ও দীপক মণ্ডলকে। তাঁদের জেরা করেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই অবৈধ কাজের সঙ্গে বিপুল আর্থিক লেনদেনের যোগসূত্র পাওয়ায় তদন্ত শুরু করেছে ইডি (ED)। বুধবার সকালেও কলকাতা পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গে দেখা করে বেশ কিছু নথি সংগ্রহ করেছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version