Thursday, November 6, 2025

পনেরো মাস পরে জেল থেকে বাইরে এলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। প্রেসিডেন্সি জেল (Presidency Jail) থেকে বেরিয়ে সোজা গাড়িতে নিজের সল্টলেকের বাড়িতে যান তিনি। বুধবার বিকালে তাঁকে ঘরে নিয়ে যেতে উপস্থিত ছিলেন কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। পাঁচ মাসে জেলমুক্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (central agency) বিরোধীদের প্রতি পক্ষপাতমূলক আচরণ প্রকাশ্যে চলে আসা নিয়ে কটাক্ষ তৃণমূলের।

বুধবারই বিশেষ ইডি (ED) আদালতে জামিন মঞ্জুর হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। এতদিন ‘প্রভাবশালী তত্ত্ব’ তুলে ধরে তাঁর জামিনের বিরোধিতা করেছিল যে ইডি সেই কেন্দ্রীয় সংস্থার তদন্ত প্রক্রিয়াই জামিনে প্রশ্নের মুখে পড়ে। প্রাক্তন মন্ত্রীর জেলমুক্তির পরে তৃণমূল ফের প্রশ্ন তোলে কেন্দ্রীয় সংস্থার তদন্ত প্রক্রিয়া নিয়ে। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, আইনি ভাষাতেই খেয়াল করা যায় আদালত যখন জামিনের (bail) আবেদন মঞ্জুর করেছেন তার মানে আদালতও মনে করছেন তদন্তে অগ্রগতি নেই। আটকে রাখার প্রয়োজন নেই। এবং আটকে রাখার জন্যই আটকে রাখা হচ্ছিল। আদালত নিশ্চিত হয়েছেন বলেই জামিন দিয়েছেন।

সেই সঙ্গে এই ঘটনায় যে অভিযোগ তুলে বিরোধীরা হাওয়া গরম করার চেষ্টা করেছিল, রাজ্যের সরকারকে বদনাম করার সেই চেষ্টায় কেন্দ্রীয় এজেন্সি (central agency) সঙ্গ দেয় বলেই দাবি কুণালের। বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে কেন্দ্রীয় এজেন্সির প্রথমে তোলা দাবিগুলি প্রমাণ হিসাবে সামনে আসে না। সূত্র অনুযায়ী যে তথ্য উঠে আসে, তা চার্জশিটে (chargesheet) আসে না বলেও কটাক্ষ করেন কুণাল।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version