প্রকাশিত হয়েছে এনআইআরএফ ইন্ডিয়া র্যাঙ্কিং ২০২৪ অনুযায়ী ভারতের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ তালিকা। সেই তালিকাতেই ৬৫.৩৯ স্কোর নিয়ে ৯ নম্বর স্থান দখল করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এক নম্বরে আছে কর্নাটকের বেঙ্গালুরুতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। তাঁদের স্কোর ৮৩.২৯। দিল্লিতে অবস্থিত জহরলাল নেহেরু ইউনিভার্সিটি। তারা ৬৯.৮ স্কোর নিয়ে ২ নম্বর স্থান দখল করেছে।
এছাড়াও তালিকায় রয়েছে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া, কর্নাটকের মনিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন। মূলত ছাত্রদের শতাংশ, মহিলাদের শতাংশ এবং শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রদত্ত সুবিধা ইত্যাদির উপর নির্ভর করে এই র্যাঙ্কিং দেওয়া হয়। এছাড়াও পরিকাঠামো, গবেষণা এবং পেশাগত অনুশীলন এই যাবতীয় বিষয়ের উপর র্যাঙ্কিং নির্ভর করে।
আরও পড়ুন- ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসে লাগাম টানতে কঠোর মনোভাব রাজ্যের!
_
_
_
_
_
_
_
_
_