হরিয়ানার বিজেপি সভাপতি এবং গায়ক রকি মিত্তলের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ

হরিয়ানার বিজেপি সভাপতি মোহনলাল বাদোলি এবং গায়ক রকি মিত্তলের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠল। হিমাচল প্রদেশের পুলিশ এফআইআর দায়ের করল।সম্প্রতি, নয়াদিল্লির এক বাসিন্দা তাদের বিরুদ্ধে অভিযোগ করেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা।তার বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের ৩ জুলাই কসৌলিতে হিমাচলপ্রদেশের এক হোটেলে ধর্ষণ করা হয় এক মহিলাকে। নির্যাতিতার দাবি, তার সঙ্গে অভিযুক্তদের পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে। সেই সময়ই একজন নিজেকে মোহনলাল বাদোলি এবং অন্যজন রকি মিত্তল বলে পরিচয় দেন।অভিযেোগ, ওই মহিলা এবং আরও একজনকে হোটেলে নিজেদের ঘরে দুজনে ডেকে পাঠান আলাপচারিতার জন্য।

নির্যাতিতার দাবি, তাকে ছবির নায়িকা হওয়ার টোপ দেওয়া হয়েছিল। এমনকী হরিয়ানার বিজেপি সভাপতি সরকারি চাকরিরও প্রতিশ্রুতি দেন। এরপরই তারা তাকে অ্যালকোহল অফার করেন। কিন্তু তিনি খাননি। কিন্তু তারা জোর করে মদ খেতে বাধ্য করেন। তারপর শুরু হয় নির্যাতন। বাধা দিলে হুমকি দেওয়া হতে থাকে। ওই দুজন মিলে তাকে ধর্ষণ করে। তার নগ্ন ছবি তোলা হয়। একটি ভিডিওও তোলা হয়েছে। এরপর শাসিয়ে বলা হয়, মুখ খুললে গায়েব করে দেওয়া হবে।

কোনও অভিযোগই মানতে চাননি মোহনলাল বাদোলি। তিনি বলেছেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। এমন কিছু হয়নি। এই সব এফআইআর ভুয়ো। সামনেই দিল্লির নির্বাচন। সেদিকে তাকিয়েই এই ধরনের ভুয়ো অভিযোগ তোলা হচ্ছে।

আরও পড়ুন- ফের বাঘের আতঙ্ক মৈপীঠে! নদীর পাড়ে মিলল পায়ের ছাপ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_