Friday, December 19, 2025

দীর্ঘ টানাপোড়েনের পর গ্রেফতার দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইওল

Date:

Share post:

এক সপ্তাহের বেশি সময় ধরে গ্রেফতারিরর প্রস্তুতি চলছিল, অবশেষে বুধের সকালে নিজের বাসভবন থেকে দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে (Yoon Suk Yeol) গ্রেফতার করলো দুর্নীতি দমন শাখা।এদিন প্রেসিডেন্সিয়াল সিরিয়োরিটি সার্ভিস (PSS)-এর কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে পুলিশ অফিসারদের। হাতাহাতিতেও জড়িয়ে পড়েন নিরাপত্তারক্ষীরা। শেষমেষ মই বেয়ে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে ইউনকে গ্রেফতার করা হয়।

বরখাস্ত প্রেসিডেন্টের আইনজীবী জানান, ইউন বুধবারই তদন্তকারীদের সামনে হাজিরা দেবেন বলে বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপরও এভাবে তাঁকে গ্রেফতার করা দেশের মানুষ ভাল চোখে নেবেন না। দক্ষিণ কোরিয়ার আইন-শৃঙ্খলার পরিস্থিতি যে কার্যত ভেঙে পড়েছে এটা তারই প্রমাণ, বলে দাবি করলেন আইনজীবী। গত সপ্তাহ থেকেই ইওলকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল সেখানকার প্রশাসন। তবে নিজের বাসভবনে ব্যক্তিগত ঘেরাটোপের মধ্যে ছিলেন তিনি। ইউন অবশ্য জানিয়েছেন তিনি তদন্তকারীদের সঙ্গে বরাবরই সহায়তা করেছেন।গত বছর ৩ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় দেশের সামরিক আইন জারির ঘোষণা করেন তিনি। এর ফলে জরুরি অবস্থার (Emergency Period) মতো পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ কোরিয়ায়।সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নামে গোটা দেশ। প্রেসিডেন্টের এই ঘোষণার পরই দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ -বিক্ষোভ শুরু হয়। ১৪ ডিসেম্বর ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটির পর বরখাস্ত করা হয় তাঁকে। তিনি যদিও তাঁর কর্মকাণ্ডের স্বপক্ষে যুক্তি দিয়ে জানিয়েছিলেন, দেশকে কমিউনিস্ট আগ্রাসন থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী শক্তিকে নির্মূল করতে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করছেন। অবশেষে বুধবার হান্নাম ডঙের বাসভবন থেকে গ্রেফতার করা হল ইউন সুক ইওলকে (Yoon Suk Yeol)।

 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...