Sunday, August 24, 2025

আমাদের গুলি করলে, আমরা চারগুণ গুলি চালাব: কড়া বার্তা রাজ্য পুলিশের ডিজির

Date:

পুলিশের উপর যদি কেউ একটা গুলি চালায় তাহলে চারগুণ গুলি চলবে। উত্তর দিনাজপুরের (North Dinajpur) জখম দুই পুলিশকর্মীকে দেখে বেরিয়ে এই বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (State Police DG Rajiv Kumar)।

বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে সাজ্জাক আলম নামে এক জেলবন্দিকে আদালত থেকে জেলে ফেরত নিয়ে যাওয়ার সময় হঠাৎই গুলি চালায় সে। আহত হন দুই পুলিশ কর্মী। গুলিবিদ্ধ দুই পুলিশ আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার, তাঁদের দেখে বেরিয়ে কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি (State Police DG Rajiv Kumar)। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে তিনি সাফ জানান, “আমাদের গুলি করলে, আমরা চারগুণ গুলি চালাব। কীভাবে মোকাবিলা করতে হয় জানি। আমরা প্রশিক্ষিত। গুলি করলে কী করতে হয়, তা জানা আছে।”

পুলিশকর্মীর উপর হামলার ঘটনায় আহত দুই পুলিশ কর্মী শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে আপাতত চিকিৎসাধীন। তাঁদের দেখতে এদিন সকালে রাজীব কুমার সেখানে উপস্থিত হন। বেসরকারি হাসপাতালে আহত পুলিশ কর্মীদের দেখে তিনি চলে যান শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে। সেখানে উত্তরবঙ্গের আইজি, উত্তরবঙ্গের ডিআইজিরা, শিলিগুড়ির পুলিশ কমিশনার সহ প্রতিটি জেলার এসপি ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে প্রায় ঘণ্টা খানেক রুদ্ধদ্বার বৈঠক করেন রাজীব কুমার ৷

বৈঠক শেষে ঘটনাস্থল পরিদর্শন করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানান, পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তার জন্যই কাজ করে। পুলিশের উপর যদি কেউ একটা গুলি চালায় তাহলে চারগুণ গুলি চালানোর ক্ষমতা পুলিশের রয়েছে। পুলিশ তার জন্য ট্রেনিংপ্রাপ্ত। দুজন পুলিশকর্মীর উপর যে হামলা হয়েছে এই নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version