Saturday, November 8, 2025

শীতের দাপুটে ইনিংসে আচমকাই ছন্দপতন ৷ পৌষ শেষ হয়ে মাঘ মাস পরে গিয়েছে ৷ কিন্তু কোথায় শীত?এমনকি পৌষ সংক্রান্তিতেও হাড়কাঁপানো ঠাণ্ডা পেল না রাজ্যবাসী (Weather Update)।এই অবস্থায় ফের শীত কবে বঙ্গে (West Bengal) ফিরবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন ৷

মাঘের শুরুতেও বাংলার (West Bengal) এই অবস্থার জন্য পশ্চিমী ঝঞ্ঝাকেই দায়ী করছেন আবহাওয়াবিদরা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তুরে বাতাস অবাধে যাতায়াত করতে পারছে না। ফলে হঠাৎ করে ফের বাংলা থেকে উধাও ঠান্ডা। আবহাওয়াবিদদের অনুমান, শনিবারের পর

ফি বছর মকর সংক্রান্তিতে বেশ কনকনে ঠাণ্ডা থাকে৷ তবে চলতি বছর সেই ছবি দেখা যায়নি৷ ফলে শীতের ফেরা নিয়ে একটা সংশয় থেকেই যাচ্ছে৷ তবে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এই অবস্থার দ্রুত বদল হবে (Weather Update)। আগামী শুক্রবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শনিবার থেকে আরও একবার সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে। অর্থাৎ ফের একবার জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে পূর্বাভাসে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

জাঁকিয়ে ঠান্ডা না থাকলেও কলকাতা এবং শহরতলিতে শীতের আমেজ আছে। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্র ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে ৷ এমনকী দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডার আমেজ আছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কলকাতা সহ একাধিক জেলায় ভোরে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দৃশ্যমানতা কমে যেতে পারে বলেও সতর্কতা হাওয়া অফিসের।
ইতিমধ্যেই দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি এবং তুষারপাত হয়েছে । একই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনাও আছে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর ও মালদায়ে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ।

Related articles

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...
Exit mobile version