স্যালাইনকাণ্ডে জন্মের পরই মাতৃহারা হয়েছে মামনি রুইদাসের সন্তান। এবার সন্তান হারালেন স্যালাইনকাণ্ডে অসুস্থ প্রসূতির সন্তান। অসুস্থ প্রসূতি রেখা সাউয়ের শিশুপুত্রের মৃত্যু হয়েছে । জন্মের পর থেকে SNCU-তে ভর্তি ছিল নবজাতক। সোমবার মেদিনীপুর মেডিকেলের তরফে একটি নির্দেশিকা জারি হয়। সেখানে বলা হয়, PGT বা জুনিয়র চিকিৎসকরা একা কোনও সার্জারি করতে পারবেন না।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি জন্মের পর থেকেই ভেন্টিলেশনে রাখা হয়েছিল রেখার সন্তানকে। জন্মের পর থেকে সন্তানের মুখ দেখতে পারেননি বাবা সন্তোষ সাউ এবং মা রেখা। ঠাকুমা পুষ্প সাউ বৃহস্পতিবার বলেন, জন্মের পর এক বার দেখিয়েছিল। তার পর আর দেখিনি, কাচের ঘরে ছিল। ময়নাতদন্তের পর দেহ বাড়ি নিয়ে যাওয়া হবে।

–

–
–

–

–

–

–

–

–

–