বৃহস্পতিবার সোনার দাম আন্তর্জাতিক বাজারে এক মাসেরও বেশি উচ্চতায় পৌঁছে গেল। আজ আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডে ফ্ল্যাট ট্রেডিং দেখা গিয়েছে। এদিন স্পট গোল্ডের দাম ছিল ২৬৯৫.৮৪ মার্কিন ডলার প্রতি আউন্স। উল্লেখ্য, ১২ ডিসেম্বর ধাতুটির মূল্য সর্বোচ্চ স্তর স্পর্শ করেছিল। মার্কিন গোল্ড ফিউচারের মূল্য আজ ০.২ শতাংশ বেড়ে হয় ২৭২৩.৮০ ডলার প্রতি আউন্স।
আজ আন্তর্জাতিক বাজারে রুপোর দামে অবশ্য পতন হয়েছে। এদিন স্পট সিলভারের দাম ০.৩ শতাংশ কমে হয়েছে ৩০.৫৭ মার্কিন ডলার প্রতি আউন্স। অন্যদিকে, স্পট প্যালাডিয়ামের মূল্য ছিল ৯৬১.৪৫ মার্কিন ডলার প্রতি আউন্স। এই ধাতুর মূল্যে আজ কোনও পরিবর্তন হয়নি। তবে স্পট প্ল্যাটিনামের দাম ০.২শতাংশ বৃদ্ধি পেয়ে হয় ৯৪০.৪৫ মার্কিন ডলার প্রতি আউন্স।
এদিন দেশের খুচরা বাজারে সোনা এবং রুপোর দাম বেড়েছে। আজ ২৪ ক্যারেটের সোনার দাম প্রতি দশ গ্রামে ৫৫০ টাকা বেড়ে হয়েছে ৮০৬২০ টাকা। এদিকে ২২ ক্যারেটের হলুদ ধাতুর দর ৫০০ টাকা বৃদ্ধি পেয়ে হয় ৭৩৯০০ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ৪১০ টাকা ঊর্ধ্বগামী হয়ে পৌঁছয় ৬০৪৭০ টাকায়। রুপোর প্রতি কিলোগ্রামের দাম এদিন ২০০০ টাকা বৃদ্ধি পেয়ে হয় ৯৫৫০০ টাকা।
আজ নগর তিলোত্তমায় পাকা সোনা কিনতে ব্যয় করতে হয়েছে ৮০৬২০ টাকা। গয়নার সোনার দাম ছিল ৭৩৯০০ টাকা। ১৮ ক্যারেটের সোনার মূল্য ছিল ৬০৪৭০ টাকা। এক কিলোগ্রাম রুপোর জন্য কলকাতায় এদিন খরচ করতে হয়েছে ৯৫৫০০ টাকা।
–
–
–
,-
–
–
–
–
–