Wednesday, November 5, 2025

‘বন্ধুদেশ’ রাশিয়ার জন্য যুদ্ধ করে মৃত ১২ ভারতীয়! অবশেষে স্বীকার মোদি সরকারের

Date:

জুলাই মাসে একের পর এক ভারতীয় তরুণ রাশিয়ার জন্য যুদ্ধ করতে গিয়ে আটকা পড়ে যাওয়ার অভিযোগ যখন উঠেছিল তখন তড়িঘড়ি রাশিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কেন্দ্রের বিজেপি সরকারের তরফ থেকে এমন দাবি করা হয়েছিল যেন এখনই মুক্ত হয়ে ফিরে যাবেন ‘যোদ্ধা’ হিসেবে আটকে পড়া ভারতীয় তরুণরা। অবশেষে ছয় মাস পরে ভারতের বিদেশ মন্ত্রক (MEA) স্বীকার করল ১২ জন ভারতীয় ইউক্রেনের (Ukrain) বিরুদ্ধে রাশিয়ার (Russia) হয়ে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

চাকরির টোপ দিয়ে বহু ভারতীয়কে রাশিয়ার এজেন্সিগুলি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের (Ukrain-Russia war) মাঠে টেনে নিয়ে গিয়েছিল। পরিস্থিতি এমন ছিল যে আটকে পড়া যুবকরা নিজেদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারেননি। একের পর এক সেই সব পরিবারের অভিযোগ বিদেশ মন্ত্রকের (MEA) ঘরে জমা পড়ার পর টনক নড়ে ভারতের। জুলাই মাসে মোদির সফরে মোদি-পুতিন (Narendra Modi Vladimir Putin) বৈঠকের পরে বিদেশমন্ত্রক জানায় ১২৬ জন ভারতীয় তরুণ রাশিয়ার যুদ্ধে আটকে পড়েছেন। দ্রুত তাঁদের ফিরিয়ে আনার প্রস্তুতি নিয়েছে ভারত সরকার।

আশ্চর্যজনকভাবে তার ছয় মাস পরে বিদেশ মন্ত্রক (MEA) ঘোষণা করতে বাধ্য হল ১২ ভারতীয়ের (Indian) মৃত্যুর কথা। সেই সঙ্গে জানানো হল, আটকে পড়া ১২৬ জনের মধ্যে ১৬ জনের এখনও কোনও খোঁজ নেই। ইতিমধ্যে দেশে ফিরেছে রাশিয়ায় আটকে পড়া ৯৬ যুবক। কিন্তু বাকি ৩০ জনের মধ্যে ১২ জন মৃত এবং ১৬ জন নিখোঁজ বলে জানানো হল বিদেশ মন্ত্রকের তরফে।

শুক্রবার এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র (MEA spokesperson) রণধীর জয়সওয়াল জানান, নিখোঁজ হওয়া ভারতীয়দের রাশিয়া নিখোঁজ বলে ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে মৃত ভারতীয়দের দেহ ভারতে ফেরানোর প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে যাঁরা আহত হয়ে হাসপাতালে রয়েছেন তাঁদেরও ফেরানোর প্রক্রিয়া চলছে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version