Sunday, November 2, 2025

কেন ঘোরোয়া ক্রিকেট খেলননি সঞ্জু ? তদন্তে ভারতীয় ক্রিকেট বোর্ড

Date:

Share post:

ঘোরোয়া ক্রিকেটে খেলা নিয়ে সরব ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারের পর প্রথমশ্রেনীর ক্রিকেটারদের ঘোরোয়া ক্রিকেট খেলা নিয়ে কড়া ব্যবস্থা নিয়েছে বিসিসিআই। যার প্রভাব দেখা দিয়েছে রোহিত শর্মা, ঋষভ পন্থ, বিরাট কোহলির মধ্যেও। আর এই ফরম্যান উপেক্ষা করে বিপাকে ভারতের আরেক ক্রিকেটার সঞ্জু স্যামসন। আর সূত্রের খবর, এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তদন্তের মুখে পড়তে পারেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটার।

এই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, বিসিসিআইয়ের এক সূত্রের বক্তব্য, “সঞ্জু বোর্ড ও নির্বাচকরা জানাননি যে কেন তিনি ঘোরোয়া ক্রিকেটে এই টুর্নামেন্ট খেলবেন না। তবে যতদূর জানা যাচ্ছে, সঞ্জু বেশিরভাগ সময় দুবাইয়ে ছিলেন।” জানা যাচ্ছে, বিজয় হাজারে ট্রফির ম্যাচের আগে একটি প্রস্তুতি শিবির আয়োজন করেছিল কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু সেখানে হাজির হননি সঞ্জু। যে কারণে বিজয় হাজারের দলে তাঁকে রাখেনি কেরল। স্বাভাবিকভাবেই এই ঘটনা বিসিসিআই পর্যন্ত পৌঁছেছে। আর মনে করা হচ্ছে, ঘরোয়া ক্রিকেট না খেলার যথাযথ কারণ দেখাতে না পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না-ও রাখা হতে পারে সঞ্জুকে।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কেরলের অধিনায়ক ছিলেন সঞ্জু। সেই প্রতিযোগিতা শেষ হওয়ার পর কেরলের ক্যাম্প ছিল বিজয় হাজারে ট্রফির জন্য। কিন্তু সেই ক্যাম্পে যোগ দেননি সঞ্জু। যে কারণে তাঁকে বিজয় হাজারে ট্রফির দলে রাখেনি কেরল। আর সেই কারণে এবার সঞ্জুর বিরুদ্ধে তদন্তের পথে বোর্ড। খতিয়ে দেখা হবে কেন সঞ্জু বিজয় হাজারে ট্রফি খেলেননি।

আরও পড়ুন- বিরাটের রঞ্জি খেলা নিয়ে সংশয়, রয়েছে চোট : সূত্র

spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...