Sunday, November 9, 2025

কেন ঘোরোয়া ক্রিকেট খেলননি সঞ্জু ? তদন্তে ভারতীয় ক্রিকেট বোর্ড

Date:

ঘোরোয়া ক্রিকেটে খেলা নিয়ে সরব ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারের পর প্রথমশ্রেনীর ক্রিকেটারদের ঘোরোয়া ক্রিকেট খেলা নিয়ে কড়া ব্যবস্থা নিয়েছে বিসিসিআই। যার প্রভাব দেখা দিয়েছে রোহিত শর্মা, ঋষভ পন্থ, বিরাট কোহলির মধ্যেও। আর এই ফরম্যান উপেক্ষা করে বিপাকে ভারতের আরেক ক্রিকেটার সঞ্জু স্যামসন। আর সূত্রের খবর, এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তদন্তের মুখে পড়তে পারেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটার।

এই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, বিসিসিআইয়ের এক সূত্রের বক্তব্য, “সঞ্জু বোর্ড ও নির্বাচকরা জানাননি যে কেন তিনি ঘোরোয়া ক্রিকেটে এই টুর্নামেন্ট খেলবেন না। তবে যতদূর জানা যাচ্ছে, সঞ্জু বেশিরভাগ সময় দুবাইয়ে ছিলেন।” জানা যাচ্ছে, বিজয় হাজারে ট্রফির ম্যাচের আগে একটি প্রস্তুতি শিবির আয়োজন করেছিল কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু সেখানে হাজির হননি সঞ্জু। যে কারণে বিজয় হাজারের দলে তাঁকে রাখেনি কেরল। স্বাভাবিকভাবেই এই ঘটনা বিসিসিআই পর্যন্ত পৌঁছেছে। আর মনে করা হচ্ছে, ঘরোয়া ক্রিকেট না খেলার যথাযথ কারণ দেখাতে না পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না-ও রাখা হতে পারে সঞ্জুকে।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কেরলের অধিনায়ক ছিলেন সঞ্জু। সেই প্রতিযোগিতা শেষ হওয়ার পর কেরলের ক্যাম্প ছিল বিজয় হাজারে ট্রফির জন্য। কিন্তু সেই ক্যাম্পে যোগ দেননি সঞ্জু। যে কারণে তাঁকে বিজয় হাজারে ট্রফির দলে রাখেনি কেরল। আর সেই কারণে এবার সঞ্জুর বিরুদ্ধে তদন্তের পথে বোর্ড। খতিয়ে দেখা হবে কেন সঞ্জু বিজয় হাজারে ট্রফি খেলেননি।

আরও পড়ুন- বিরাটের রঞ্জি খেলা নিয়ে সংশয়, রয়েছে চোট : সূত্র

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version