Friday, November 7, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কতটা ফিট বুমরাহ? মুখ খুললেন রোহিত-আগারকার

Date:

আজই ঘোষণা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের ১৫ সদস্যের দল। দলে যেমন ফিরেছেন মহম্মদ শামি, শ্রেয়স আইয়ার। তেমনই দলে জায়গা করে নিয়েছেন যশস্বী জসওয়াল। রোহিত শর্মার নেতৃত্বে দলে রয়েছেন যশপ্রীত বুমরাহও। আর এরপরই প্রশ্ন উঠছে আসন্নত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কি সুস্থ বুমরাহ ? আর এই নিয়ে এবার মুখ খুললেন জাতীয় নির্বাচকের প্রধান অজিত আগারকার। তবে বুমরাহর ফিটনেস নিয়ে কোনওরকম স্পষ্ট বার্তা দিতে পারেননি তিনি।

এদিন আগারকার বলেন, “ আমরা ফিজিয়োর রিপোর্টের জন্য অপেক্ষা করছি। আমরা শুধু জানি, বুমরাহকে পাঁচ সপ্তাহ বল করতে বারণ করা হয়েছিল। সেই মতো আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতেই পারি। ঠিক সময় মতো বুমরাহের ফিটনেস নিয়ে আলোচনা করব আমরা। কোনও ভুল খবর দিতে চাই না। মনে হয় বিসিসিআই সরকারি ভাবে খুব তাড়াতাড়ি কিছু একটা জানাবে। আমাদের শুধু একটা সময় বলা হয়েছে। এটুকু বলব, বুমরাহের খেলার ব্যাপারে আমরা আশাবাদী।“

এদিকে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, “ আমরা বুমরাহর ব্যাপারে নিশ্চিত নই, ও খেলবে কি খেলবে না জানি না। তাই আমাদের মনে হয়েছে আমাদের এমন একজনকে দরকার যে নতুন বলে এবং শেষের দিকে বল করতে পারে। আমরা শেষের দিকে বল করানোর জন্য অর্শদীপ সিংকে নিয়েছি। আর নতুন বলে শামি কী করতে পারে তা আমরা সবাই দেখেছি।“ চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে ৩ জন মাত্র পেসার রাখা হয়েছে। একজন বুমরাহ, দ্বিতীয়জন মহম্মদ শামি এবং তৃতীয় জন অর্শদীপ সিং।

উল্লেখ্য, বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ ম্যাচ অর্থাৎ সিডনি টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান যশপ্রীত বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি তিনি। জানা যাচ্ছে, বুমরাহর পিঠে ব্যাথা (ব্যাক স্প্যাজম) হয়েছে। আর এবার আগারকারের কথায় বোঝা যাচ্ছে, চোট কতখানি গুরুতর, তার উপরে নির্ভর করছে আগামী দিনে তাঁর মাঠে নামা।

আরও পড়ুন- একাধিক গোলের সুযোগ নষ্ট, দল ড্র করায় হতাশ বাগান কোচ মোলিনা

 

Related articles

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন...

জোর ধাক্কা কেন্দ্রের, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে হলফনামা তলব হাইকোর্টের

আদালতে জোর ধাক্কা কেন্দ্রের বিজেপি সরকারের। দীর্ঘদিন ধরে বাংলার বকেয়া আটকে রেখে যে প্রতিহিংসামূলক রাজনীতি করে চলেছে মোদি-...

“জন-গণ-মন” নিয়ে রবি ঠাকুরকে অপমান বিজেপি সাংসদের! ক্ষমা চাওয়ার দাবি কুণালদের

রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান কর্নাটকের বিজেপি (BJP) সাংসদ বিশ্বেশ্বর কাগেরির। এ প্রসঙ্গে বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল (TMC)। বিজেপি সাংসদের...
Exit mobile version