রাজ্য সরকারের উদ্যোগে বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্পে কোনও যোগ্য উপভোক্তাই বঞ্চিত হবেন না। প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংশ্লিষ্ট সব দফতর থেকেই সেই মতো প্রতিটি বাধা কাটিয়ে উপভোক্তাদের পৌঁছে দেওয়া হচ্ছে বাড়ি। সেক্ষেত্রে যাঁদের জমির (land) সমস্যায় বাড়ি পাওয়া আটকে রয়েছে তাঁদের জন্যও এই আর্থিক বছরের মধ্যেই সুখবর পাওয়া যাবে বলে জানালেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন (P&RD) মন্ত্রী প্রদীপ মজুমদার (Pradip Majumder)।

রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে ১২ লক্ষ প্রান্তিক মানুষকে নিজস্ব কোষাগার থেকে বাড়ি তৈরির টাকা দিয়েছে। ইতিমধ্যেই তা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। কিন্তু বাড়ি তৈরির জমি না থাকায় প্রায় ১২ হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্টে (bank account) এখনও টাকা পাঠানো সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার (Pradip Majumder) বলেন, রাজ্য সরকার কোনও উপভোক্তাকেই বঞ্চিত হতে দেবে না। সেজন্য জেলা প্রশাসনকে গুরুত্ব সহকারে বিষয়টি দেখার কথা বলা হয়েছে। চলতি অর্থ বছরের মধ্যেই তাদের জন্য জমির ব্যবস্থা করা নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যান্য শর্ত পূরণ হলেও শুধুমাত্র জমির (land) অভাবে যাঁদের বাড়ি হচ্ছে না তাদের খাস জমির পাট্টা দিয়ে বাড়ি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। সমীক্ষক দল মারফত এই ধরনের আবেদনকারীদের তালিকা অতিরিক্ত জেলাশাসক (DM) ও ডিএলএলআরও-দের (DLRO) কাছে জমা পড়েছে। এবার তাদের জমি ও বাড়ি পাওয়ার প্রক্রিয়াটি ত্বরান্বিত কারার নির্দেশ দিলেন রাজ্যের মন্ত্রী।

–

–

–

–

–

–

–

–
