Thursday, August 21, 2025

গুজরাটের সুরাটে ভয়াবহ ঘটনা।আবর্জনার স্তূপে নজরে আসে নর্দমার ঠিক পাশে পড়ে রয়েছে সদ্যোজাতের অপরিণত, অসাড় মৃতদেহ। এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।শিশুটির মায়ের খোঁজে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারপরই সুরাটের অশোকনগর এলাকায় এক নাবালিকার বাড়িতে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রেমের সম্পর্কের ফলে গর্ভবতী হয়ে পড়েছিল সে। তার নাবালক প্রেমিকও পলাতক। এর পরেই গর্ভপাত করায় বছর ষোলোর ওই কিশোরী। ভ্রূণটি ফেলে দিয়ে আসে আবর্জনার স্তূপে।

গুজরাট পুলিশের ডিসিপি জানিয়েছেন, মেয়েটির মেডিক্যাল টেস্টের পর পুলিশ নিশ্চিত হয় যে কিছুদিন আগেই গর্ভপাত হয়েছে তার। জানা গিয়েছে, ৩ জানুয়ারির পর থেকে স্কুল যাওয়া বন্ধ করে দেয় নাবালিকা। ৯ জানুয়ারি বাড়িতে গর্ভপাত হয় তার। মায়ের সঙ্গে গিয়ে ভ্রূণটি ফেলে দিয়ে আসে সে। গত বছর সোশ্যাল মিডিয়াতে ১৭ বছরের এক কিশোরের সঙ্গে আলাপ হওয়ার পর তার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং এর ফলে সে গর্ভবতী হয়ে পড়ে। গর্ভবতী হওয়ার খবর জানতে পেরে মুম্বইয়ে পালিয়ে যায় নাবালক প্রেমিক। কিশোরের খোঁজ শুরু করেছে পুলিশ।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version