Thursday, August 28, 2025

সুকান্ত মজুমদার কিছু বলবেন? পাসপোর্ট কাণ্ডে বিজেপি নেতা গ্রেফতারের ঘটনায় কটাক্ষ কুণালের

Date:

ফের প্রকাশ্যে বিজেপির জালিয়াতি। বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভুয়ো পরিচয় পত্র তৈরি করে দিয়ে পুলিশের জালে বিজেপি নেতা। বারাসাতের নবপল্লী এলাকার ঘটনা। অভিযুক্ত ওই বিজেপি নেতার নাম ইন্দ্রজিৎ দে। গত পুরসভা নির্বাচনে ইন্দ্রজিৎ দে বিজেপি প্রার্থী হিসেবে বারাসাত পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন।

পুলিশ সুত্রে খবর, শুক্রবার বারাসাত নবপল্লী এলাকা থেকে গ্রেফতার করা হয় জ্যোতির্ময় দে নামক এক অনুপ্রবেশকারীকে। ওই ধৃতকে জিজ্ঞাসাবাদে উঠে আসে ইন্দ্রজিতের নাম। যিনি জ্যোতির্ময়কে এ দেশে আসার পর পরিচয়পত্রসহ পাসপোর্ট তৈরি করে দিয়েছিলেন। সেই তথ্য পেয়েই বারাসাত তরুণ সংঘ থেকে বারাসাত থানার পুলিশ গ্রেফতার করে জ্যোতির্ময় দেকে। বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভারতীয় ভোটার আধার প্যান কার্ডের মতন যাবতীয় পরিচয় পত্র বেআইনিভাবে তৈরি করে দিতে এই বিজেপি নেতা ইন্দ্রজিৎ দে। রবিবার বারাসাত আদালত ইন্দ্রজিৎ দের ৩ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেয়।

বিজেপি নেতা গ্রেফতারের পর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে কটাক্ষ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে বলেন, সুকান্ত মজুমদার কিছু বলবেন? বাংলাদেশের জাল নথি ও ভুয়ো পাসপোর্ট কাণ্ডে বিজেপি নেতার যোগ। বারাসত থেকে বিজেপি নেতা ইন্দ্রজিৎ দেকে গ্রেফতার করেছে পুলিশ।বিভিন্ন সময়ে অবৈধভাবে আসা বাংলাদেশীদের নথি তৈরি করে দিত ইন্দ্রজিৎ। তাঁকে আজ বারাসত আদালতে পেশ করা হলে আদালত তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। সুকান্ত মজুমদার, বলবেন নাকি কিছু?

আরও পড়ুন- CPIM-এর সেন্ট্রাল কমিটিতে নেই বাংলার ইস্যু! তৃণমূলের অনুকরণে এক দেশ এক ভোট বিরোধিতা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version