সোমবার স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান-বিক্ষোভের ডাক দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।অথচ সেই কর্মসূচিতে ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুকান্ত শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত। কেননা দিলীপ ঘোষকে সরিয়ে তাকে সামনের সারিতে এনেছিলেন শুভেন্দুই। এই ঘটনায় ফের বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল। দুদিন আগে শুভেন্দুও একই কর্মসূচি নিয়েছিলেন। অল্প সময়ের ব্যবধানে একই জায়গায় রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতার এমন পৃথক কর্মসূচি কেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক শিবিরে।
সুকান্তের সাফাই, আগেরটা পরিষদীয় দলের কর্মসূচি ছিল। এ বার দলীয় সংগঠনের কর্মসূচি হল। লাগাতার কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য প্রশাসনের উপর চাপ তৈরি করতে এই অভিযান বলে তিনি জানান।সোমবার সুকান্ত মজুমদার একই জায়গায় প্রতিবাদ করেন। সেখানে শুভেন্দু বা তাঁর অনুগামীরা কেউ ছিলেন না। শুভেন্দু বনাম সুকান্তর ঠান্ডা লড়াই রাজ্য রাজনীতিতে ফের সামনে এল। এর আগেও নানা বিষয়ে দুই নেতার আলাদা আলাদা অভিমত দেখা গিয়েছে। এবার প্রকাশ্যে এল বঙ্গ বিজেপির এই অন্তর্দ্বন্দ্ব।
–
–
–
–
–
–
–
–
–
–