Sunday, August 24, 2025

জল্পনার অবসান, লখনউয়ের অধিনায়ক ঋষভ, দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত পন্থ

Date:

জল্পনার অবসান। আইপিএলে লখনউ সুপার জায়ান্টের অধিনায়ক হলেন ঋষভ পন্ত। কলকাতায় পন্থকে পাশে বসিয়ে ঘোষণা দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার। পন্থের হাতে ১৭ নম্বর জার্সি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ছিলেন দলের মেন্টর জাহির খান । নতুন দায়িত্ব উচ্ছ্বসিত পন্থ। জানালেন আগামী লক্ষ্য।

আইপিএল-এর মেগা নিলামে রেকর্ড অর্থে পন্থকে দলে নেন লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। ২৭ কোটি টাকায় পন্থকে তুলে নেয় লখনউ সুপার জায়ান্টস। এর আগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন পন্থ। আর নতুন দল লখনউ। আর নতুন দায়িত্ব নিয়ে পন্থ বলেন, “ ২০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব। সিনিয়রদের থেকে অনেক কিছু শিখেছি। রোহিত ভাই শিখিয়েছে, কীভাবে সতীর্থদের পাশে দাঁড়াতে। পারফরম্যান্স যাবে-আসবে। কিন্তু আসল কথা হল, শেষ পর্যন্ত লড়াই করব।“ এদিকে পন্থকে অধিনায়ক করে খুশি লখনউ । এলএসজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, “ পন্থের মধ্যে সহজাত নেতৃত্ব রয়েছে। এখন সবাই বলে, রোহিত শর্মা আর মহেন্দ্র সিং ধোনি আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। কিন্তু আমার কথা লিখে রাখুন। ১০ বছর পর সবাই বলবে, রোহিত, ধোনি ও ঋষভ আইপিএলের সেরা অধিনায়ক।“

২০২২ সাল থেকে আইপিএলে খেলা শুরু করার পর থেকে লখনউ দলের অধিনায়ক ছিলেন কেএল রাহুল। তবে গত মরশুমে হায়দরাবাদ ম্যাচে হারের পর গোয়েঙ্কা প্রকাশ্যে ভর্ৎসনা করেন রাহুলকে। ওই ঘটনার পরেই বোঝা গিয়েছিল, রাহুলের দল ছাড়া শুধু সময়ের অপেক্ষা। সেটাই হয়েছে। গত বছর মহা নিলামের আগে ছেড়ে দেওয়া হয় রাহুলকে। রেকর্ড ২৭ কোটি টাকা দিয়ে পন্থকে কিনেছে লখনউ। আর সোমবার তাঁকেই অধিনায়ক হিসাবে বেছে নেয় লখনউ।

আরও পড়ুন- ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতেই আসবে’, ওয়াংখেড়েতে দাঁড়িয়ে হুঙ্কার রোহিতের

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version