Sunday, November 9, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু , বিস্ফোরক সঞ্জুর বাবা

Date:

বিস্ফোরক সঞ্জু স্যামসনের বাবা বিশ্বনাথ। সম্প্রতি ঘোষণা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল। সেই দলে সুযোগ পাননি সঞ্জু। দলে রয়েছেন কে এল রাহুল এবং ঋষভ পন্থ। সূত্রের খবর, কোচ গৌতম গম্ভীরের পছন্দ ছিল সঞ্জু। কিন্তু নির্বাচক অজিত আগারকার এবং অধিনায়ক রোহিত শর্মা চাননি। তাঁরা ঋষভ পন্থকে চেয়েছিলেন। আর শেষমেশ তাই হয়। দলে সুযোগ পান পন্থ। আর এই নিয়ে এবার মুখ খুললেন সঞ্জুর বাবা বিশ্বনাথ। সঞ্জুর বাদ পড়া নিয়ে রোহিত বা আগারকার নয়, সঞ্জুর বাবা বিশ্বনাথ দোষ দিচ্ছেন কেরল ক্রিকেট সংস্থাকে । ধারাবাহিক ভাবে রান করা সঞ্জুর বাদ পড়া মেনে নিতে পারছেন না বাবা।

এই নিয়ে তিনি বলেন, “ কেরল ক্রিকেট সংস্থার কিছু কর্তা আমার ছেলেকে পছন্দ করে না। এর আগে কখনও সংস্থার বিরুদ্ধে কথা বলিনি। কিন্তু এবারের ঘটনাটা সত্যিই খুব বড়। সঞ্জু একা ওই ক্যাম্পে যায়নি এমনটা নয়, অনেকেই যায়নি। তাদের খেলতে দেওয়া হয়েছে।“ তিনি আরও বলেন, “জয়েশ জর্জ (কেসিএ সভাপতি) বা বিনোদ কুমার (কেসিএ সচিব) নন, কিছু কর্তা আছেন যাঁরা সব কিছুকে বিষাক্ত করে দেন। আমরা খেলোয়াড়, খেলা নিয়ে ব্যবসা করার ইচ্ছা নেই। শুধু চাই আমার ছেলেকে খেলার সুযোগটা দেওয়া হোক। কোনও ভুল হলে সেটা নিয়ে আলোচনা হতেই পারে।”

বিজয় হজারে ট্রফির আগে একটি ক্যাম্প করেছিল কেরল ক্রিকেট সংস্থা। সেই ক্যাম্পে যোগ দেননি সঞ্জু। তাঁর বাবা ওই ক্যাম্পের কথাই উল্লেখ করেছেন। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ না পেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ সুযোগ পেয়েছেন সঞ্জু।

আরও পড়ুন- ফের বিতর্ক চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে, রোহিতদের জার্সিতে থাকবে না পাকিস্তানের নাম, অভিযোগ পিসিবির

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version