Thursday, August 21, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সঞ্জু , বিস্ফোরক সঞ্জুর বাবা

Date:

বিস্ফোরক সঞ্জু স্যামসনের বাবা বিশ্বনাথ। সম্প্রতি ঘোষণা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল। সেই দলে সুযোগ পাননি সঞ্জু। দলে রয়েছেন কে এল রাহুল এবং ঋষভ পন্থ। সূত্রের খবর, কোচ গৌতম গম্ভীরের পছন্দ ছিল সঞ্জু। কিন্তু নির্বাচক অজিত আগারকার এবং অধিনায়ক রোহিত শর্মা চাননি। তাঁরা ঋষভ পন্থকে চেয়েছিলেন। আর শেষমেশ তাই হয়। দলে সুযোগ পান পন্থ। আর এই নিয়ে এবার মুখ খুললেন সঞ্জুর বাবা বিশ্বনাথ। সঞ্জুর বাদ পড়া নিয়ে রোহিত বা আগারকার নয়, সঞ্জুর বাবা বিশ্বনাথ দোষ দিচ্ছেন কেরল ক্রিকেট সংস্থাকে । ধারাবাহিক ভাবে রান করা সঞ্জুর বাদ পড়া মেনে নিতে পারছেন না বাবা।

এই নিয়ে তিনি বলেন, “ কেরল ক্রিকেট সংস্থার কিছু কর্তা আমার ছেলেকে পছন্দ করে না। এর আগে কখনও সংস্থার বিরুদ্ধে কথা বলিনি। কিন্তু এবারের ঘটনাটা সত্যিই খুব বড়। সঞ্জু একা ওই ক্যাম্পে যায়নি এমনটা নয়, অনেকেই যায়নি। তাদের খেলতে দেওয়া হয়েছে।“ তিনি আরও বলেন, “জয়েশ জর্জ (কেসিএ সভাপতি) বা বিনোদ কুমার (কেসিএ সচিব) নন, কিছু কর্তা আছেন যাঁরা সব কিছুকে বিষাক্ত করে দেন। আমরা খেলোয়াড়, খেলা নিয়ে ব্যবসা করার ইচ্ছা নেই। শুধু চাই আমার ছেলেকে খেলার সুযোগটা দেওয়া হোক। কোনও ভুল হলে সেটা নিয়ে আলোচনা হতেই পারে।”

বিজয় হজারে ট্রফির আগে একটি ক্যাম্প করেছিল কেরল ক্রিকেট সংস্থা। সেই ক্যাম্পে যোগ দেননি সঞ্জু। তাঁর বাবা ওই ক্যাম্পের কথাই উল্লেখ করেছেন। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ না পেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ সুযোগ পেয়েছেন সঞ্জু।

আরও পড়ুন- ফের বিতর্ক চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে, রোহিতদের জার্সিতে থাকবে না পাকিস্তানের নাম, অভিযোগ পিসিবির

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version