Saturday, May 3, 2025

ভারতের বিরুদ্ধে বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছে ইংল্যান্ড। তার আগে সাংবাদিক বৈঠকে বিসিসিআই-এর নতুন নির্দেশিকা নিয়ে মুখ খুলেছেন বাটলার। বোর্ডের নতুন নিয়মে ৪৫ দিনের বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে দু’সপ্তাহের বেশি থাকতে পারবে না পরিবার। ক্রিকেটারদের সঙ্গী এবং সন্তানদের একবারই বিদেশ সফরে নিয়ে যাওয়া যাবে। গেলেও দু’সপ্তাহের বেশি থাকতে পারবেন না তারা। এই সময়ের সব খরচ বোর্ড দেবে। যদি কোনও কারণে কেউ বেশি দিন থাকেন, তা হলে সেই খরচ ক্রিকেটারকে দিতে হবে। কোচ, অধিনায়ক এবং ম্যানেজারদের ঠিক করে দেওয়া দিনেই শুধুমাত্র পরিবারের লোকজন আসতে পারবেন। ব্যতিক্রম হলে আগে থেকে জানাতে হবে। ক্রিকেটারদের পরিবার বাদ দিয়ে অন্য কাউকে তাদের সঙ্গে দেখা করার অনুমতি দেবে না বোর্ড। এই নিয়ম ঠিক নয় বলে মনে করেন বাটলার(Jos Buttler)।

ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, ক্রিকেটারদের মানসিক সুস্থতার জন্য পরিবারের কাছে থাকা জরুরি। তিনি বলেন, আমার মনে হয় এই আধুনিক যুগে বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবারকেও যেতে দেওয়া উচিত। সারা বছর ধরে ক্রিকেটের কোনও না কোনও টুর্নামেন্ট থাকে। ফলে সারা বছরই বাড়ির বাইরে থাকতে হয় ক্রিকেটারদের। বিশেষ করে কোভিডের পর থেকে মানসিক স্বাস্থ্যের বিষয়টা খুব জরুরি। পরিবার সঙ্গে থাকলে খেলা খারাপ হয় না। আমার মনে হয়, উল্টে ক্রিকেটাররা আরও খোশ মেজাজে থাকতে পারে।পরিবার সঙ্গে থাকলেও পেশাদার ক্রিকেটাররা পরিবার ও খেলার মধ্যে ভারসাম্য রাখতে পারেন বলেই মনে করেন বাটলার।

তিনি বলেন, এটা কোনও সমস্যা নয়। আমার মতে, পরিবার ও খেলার মধ্যে ভারসাম্য রাখতে সমস্যা হওয়া উচিত নয়। এখন সকলেই পেশাদার ক্রিকেটার (professional cricketer)। পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি কঠোর অনুশীলন করতে কারও সমস্যা হওয়া উচিত নয়। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে টি-টোয়েন্টি খেললে এক দিনের ক্রিকেটের প্রস্তুতিতে কোনও সমস্যা হবে না বলেই মনে করেন বাটলার। তিনি বলেন, আমাদের টি-টোয়েন্টি ও এক দিনের দল প্রায় এক। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও(champions trophy) ওরা খেলবে। পাঁচটা টি-টোয়েন্টির পর তো তিনটে এক দিনের ম্যাচও খেলব। সবই তো সাদা বলের ক্রিকেট। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে কোনও সমস্যা হবে না।

প্রসঙ্গত, আরও একবার ইডেনে( eden gardens) খেলতে নামবেন গতবার কলকাতা নাইট রাইডার্সে খেলা ফিল সল্ট। জোফ্রা আর্চারও রয়েছেন দলে। তবে বাটলার হয়তো ওপেন করবেন না। তিন নম্বরে নামতে পারেন অধিনায়ক। ইংল্যান্ডের দলের ১১ জন ক্রিকেটার হলেন— বেন ডাকেট, ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, জোফ্রা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।

 

Related articles

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...
Exit mobile version