Thursday, August 21, 2025

বাঘাযতীন-কাণ্ডে শোকজ ২ ইঞ্জিনিয়ারকে! বিল্ডিং রুলসে বদলের প্রস্তাব পুরসভার

Date:

বাঘাযতীন-কাণ্ডে বিল্ডিং বিভাগের তদন্ত রিপোর্ট জমা পড়েছে পুর-কমিশনারের কাছে। সেই রিপোর্ট খতিয়ে দেখেই এবার শোকজ করা হল পুরসভার দুই ইঞ্জিনিয়ারকে। তাঁদের কাজে গাফিলতি নিয়ে বুধবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি, শহরে বেআইনি বাড়ি নির্মাণের প্রবণতায় বিল্ডিং আইনেও বদল চেয়ে পুরসভার তরফে নবান্নে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মহানাগরিক।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেআইনি নির্মাণ নিয়ে মেয়র জানিয়েছেন, বেআইনি বাড়ি নিয়ে আমি মেয়র হওয়ার পর যে প্রসেস করে দিয়েছি, তা অন্য কোনও মেয়র করেননি। এই প্রসেসে নতুন করে বেআইনি বাড়ি তৈরি হওয়ার কোনও প্রশ্নই নেই। সাধারণত ছোট জায়গায় বাড়ি করার ক্ষেত্রেই বেআইনি নির্মাণ হয়ে থাকে। এক কাঠা জমিতে বাড়ি তৈরিতে যদি চার ফুট করে ছাড় দিতে হয়, তাহলে বাড়ি হবে কীভাবে? গরিব মানুষকে সুবিধামতো সুযোগ না দিলে বেআইনি নির্মাণ বাড়বেই। তাই বিল্ডিং রুলসে বদল দরকার। তিন কাঠা পর্যন্ত জমিতে বাড়ির রেশিও অনুযায়ী ছাড় দেওয়ার প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছে।
একইসঙ্গে বাঘাযতীন-কাণ্ড নিয়ে ফিরহাদ হাকিম বলেন, বাঘাযতীনের ঘটনায় রিপোর্ট জমা পড়েছে। আগেই বলেছিলাম, এটা ইঞ্জিনিয়ারিং ফল্ট! পুরসভার দু’জন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। তারা কেন দেখল না বাড়িটি হেলে রয়েছে? রোস্টার ডিউটিতে গিয়ে কেন চোখে পড়ল না এই হেলে পড়া বাড়ি? যা দেখেছেন, কেন আপলোড করেননি? পুরসভা কি বাঁশ নিয়ে হেলে পড়া বাড়ি সোজা করবে?

আরও পড়ুন- বাংলা থিয়েটারের কিংবদন্তির আত্মজীবনী, ‘বিনোদিনী’-র প্রিমিয়ারে আত্মবিশ্বাসী রুক্মিণী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version