Tuesday, August 26, 2025

যাত্রা শুরুর প্রায় অর্ধশতক পরে নিজস্ব ম্যাসকট পাচ্ছে কলকাতা বইমেলা। দুটি হাঁসের আদলে তৈরি প্রতিকৃতি ৪৮ তম কলকাতা বইমেলার ম্যাসকট হিসেবে প্রচারে ব্যবহৃত হচ্ছে।দেখতে অনেকটা চশমা-চোখো চেনা বাঙালি পড়ুয়া। এক জন পুরুষ, অন্য জন নারী। দু’জনেই আবার হাঁসের আদলে।

২০২৫-এর ৪৮তম কলকাতা বইমেলার আসরে এই দু’টি হাঁসই ম্যাসকট হিসাবে থাকছে। সরস্বতীর বাহন হাঁসকে কল্পনা করে এই ম্যাসকট তৈরি করা হয়েছে। বইমেলার আয়োজক পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ডের সুধাংশ সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন এবার বইমেলায় আলাদা মাসকট জোন থাকবে, টি-শার্ট কফি কাপের মতো সামগ্রীতেও এই ম্যাসকট ব্যবহার করে বইমেলার প্রচার চালানো হচ্ছে। প্রসঙ্গত এবছর ২৮ শে জানুয়ারি থেকে বিধান নগরের বইমেলা প্রাঙ্গণে ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আসর বসছে। চলবে, ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলার ৪৮ বছরের ইতিহাসে এই প্রথমবার মেলার থিম কান্ট্রি হচ্ছে জার্মানি। ২০০৯ সাল থেকে ধুলোর ভয়ে বইমেলা ছেড়েছিল জার্মানি। পনের বছর পর কলকাতা বইমেলায় তাদের প্রত্যাবর্তন হচ্ছে থিম কান্ট্রি হিসাবে।

এ বার সল্টলেকের মাঠে বইমেলায় ইংরেজি ভাষার প্রকাশকদের জন্য আলাদা আলাদা হলের সীমারেখাও মুছে দেওয়া হচ্ছে। বইমেলা পুরোটাই হবে খোলা আকাশের নীচে। তবে ইংরেজি বইয়ের নির্দিষ্ট অঞ্চলে গত বারের থেকেও বেশি জায়গা থাকছে । গত বার ১০০টির মতো ইংরেজি ভাষার প্রকাশক এলে এ বার ১২৫টির মতো প্রকাশক থাকবেন। তবে বইয়ের দোকান গত বারের থেকে বাড়বে না বলে গিল্ড-কর্তারা জানান। গত বছর ২৬ লক্ষ মানুষ বইমেলায় এসেছিল। এবার ওই সংখ্যা আগের বছরকে ছাড়িয়ে যাবে বলে উদ্যোক্তাদের আশা।

আরও পড়ুন – ইন্ডিয়ান টি বোর্ডের ‘ফতোয়ায়’ বাংলার চা উৎপাদন ক্ষতিগ্রস্ত! মুখ্যসচিবকে খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...
Exit mobile version