Saturday, August 23, 2025

পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা? অভিযোগ শুনে কী নির্দেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের পর্যটনের উন্নয়নে কড়া নজর মুখ্যমন্ত্রীর। পর্যটকদের অসুবিধা কোনও ভাবেই বরদাস্ত করবেন না তিনি। বুধবার আলিপুরদুয়ারের (Alipurduwar) প্রশাসনিক সভা থেকে সেই বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ শুনে সরাসরি জানিয়ে দেন, কোনও অতিরিক্ত টাকা নেওযা যাবে না।

ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের পর্যটন (Tourism) শিল্প ঢেলে সাজচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই বিভিন্ন জায়গায় হোম স্টে (Home Stay) চালু হয়। নতুন নতুন পর্যটনস্থল গড়ে ওঠে। সেই মমতা এদিন সভায় অভিযোগ শোনেন পর্যটকদের প্রবেশের জন্য ২৫০০ টাকা করে ফিজ নেওয়া হচ্ছে। শুনেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “রাজাভাতখাওয়া কেন পর্যটকদের টাকা দিতে হবে?” পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা নেওয়ার ঘটনায় ক্ষুব্ধ মমতা স্পষ্ট নির্দেশ দেন, পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। বলেন, “তাহলে কেন পর্যটক আসবে? আপনারা একতরফা সিদ্ধান্ত নিতে পারেন না, লোকে তো আপনাদের চেনে না, দায় আমাদের ওপরে আসে। আমরা তো ছেড়ে কথা বলব না।”

আরও খবর: বক্সার জঙ্গলে পাচারকারীদের গুলি করার নোটিশ দেখে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

একই সঙ্গে বনভূমে পিকনিক করা নিয়ে সতর্ক করেন মুথ্য মখ্যমন্ত্রী। বলেন, “পিকনিক স্পটে যাতে কোনও পশু আক্রমণ না করে সেটা দেখতে হবে।”

বক্সায় হোম স্টে (Home Stay), রিসর্ট, হোটেল (Hotel) নিয়ে জটিলতা চলছে দীর্ঘদিন ধরে। একাধিক হোটেল, হোম স্টে বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, কে বাড়িতে হোম স্টে করবে, সেটা তার সিদ্ধান্ত। এখানে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কোনও আপত্তি থাকতে পারে না। স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়াতে হোম টুরিজ্যমের উপর জোর দেন মমতা। বলেন, ওখানকার মানুষের কাজ নেই, কাজ বাড়াতে হবে।

spot_img

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...