Thursday, August 21, 2025

আর জি কর মামলা: গণধর্ষণের থিওরি থেকে সেমিনার রুম, পুলিশের তদন্তেই আস্থা আদালতের

Date:

আর জি করের ঘটনায় কলকাতা পুলিশ (Kolkata Police) থেকে সিবিআই (CBI)- তদন্ত চলাকালীন একাধিক মনগড়া কাহিনী গোটা রাজ্যে ঘুরেছে। সেই সব কাহিনীর যে বাস্তব ভিত্তি নেই, স্পষ্ট করে দিল শিয়ালদহ আদালত (Sealdah Court)। সঞ্জয় রাইকে ফাঁসির সাজা না দিলেও কলকাতা পুলিশ তদন্তে যে তথ্যপ্রমাণ তুলে দিয়েছিল তাতেই মান্যতা দেওয়া হল রায়ে। মৃতার পরিবার গণধর্ষণ ও খুনের স্থান নিয়ে যে প্রশ্ন তুলেছিল, তা যে অমূলক, স্পষ্ট করে দিল আদালত।

গণধর্ষণের অভিযোগ তুলে একশ্রেণির রাজনীতি প্রভাবিত চিকিৎসক রাজ্যের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছিলেন। তা যে আদতে ভুল দাবি, জানানো হল আদালতের তরফে। বিচারক অনির্বান দাস রায়ে জানান, ‘মাল্টিপল পেনিট্রেশন’ (multiple penetration) বা অনেকে মিলে কোনও বস্তু নির্যাতিতার যৌনাঙ্গে প্রবেশ করিয়েছে, সেরকম কোনও প্রমাণ মেলেনি। মৃতার দেহে বীর্য বা সিমেনের অস্তিত্ব না পাওয়ায় পুরুষের যৌনাঙ্গ প্রবেশের তত্ত্ব প্রমাণিত হয়নি। তবে আদালতের পর্যবেক্ষণ এর থেকে ও নৃশংস। মৃতার যৌনাঙ্গে ভোঁতা, শক্ত, কোনও শক্ত বস্তু প্রবেশের প্রমাণ মিলেছে। ফলে মৃতার পরিবারের তরফেও যে গণধর্ষণের (gang rape) অভিযোগ তোলা হয়েছিল, তার যে ভিত্তি নেই রায়ে জানিয়েছে বিচারক দাস।

তরুণী চিকিৎসকের পরিবার সাজা ঘোষণার পরেও দাবি জানিয়েছিলেন সেমিনার রুমে তাঁদের মেয়েকে খুন করা হয়নি। রায়ের কপিতে জানানো হয়েছে, মৃতা যে চাদরে শুয়ে ছিলেন তাতে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। মৃতা চিকিৎসক ঘুমাচ্ছিলেন। আচমকা তাঁর উপর যে আক্রমণ হয়েছিল তা তিনি প্রতিহত করতে পারেননি। সেমিনার রুমেরই টেবিল থেকে সঞ্জয়ের চুলের নমুনা পাওয়া গিয়েছিল। ফলে সেখানে তার উপস্থিতিও প্রমাণিত। ফলে তথ্য প্রমাণ থেকে প্রতিষ্ঠিত হয়েছে সেমিনার রুমই প্লেস অফ অকারেন্স (place of occurance)।

রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে সঞ্জয় রাইকে ঘৃণ্য অপরাধী বলে মত প্রকাশ করেছেন। কার্যত বিচারক দাসের রায়ে তার পাশবিক প্রবৃত্তিই প্রতিষ্ঠিত হয়েছে। রায়ে বলা হয়েছে, মৃতা চিকিৎসককে তিনি আগে থেকে চিনতেন না। তাঁদের মধ্যে কোনও শত্রুতাও ছিল না। বা কেউ তাঁকে খুনের সুপারিও (supari) দেয়নি। ফলে পাশবিক প্রবৃত্তিতেই ধর্ষণ ও খুনের ঘটনায় অপরাধী সঞ্জয়, উঠে এসেছে রায়ে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version