চোরাচালানকারীদের বাধা দিতে গিয়ে মালদহ জেলার কালিয়াচকে আক্রান্ত পুলিশ। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা সাইলাপুরে পুলিশকে লক্ষ্য করে চলল গুলি (a group of People tried shot police in Malda)। দুষ্কৃতীদের তল্লাশি অভিযানে পুলিশের সঙ্গে চোরা চালানো মদত দেওয়া স্থানীয়দের সঙ্গে বচসার জেরে এই কাণ্ড বলে জানা যাচ্ছে। এরপরই গোলমালকারীরা পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালালে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় তৎক্ষণাৎই ছুটে যায় পুলিশের আরও একটি দল। ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে জানা যায় বেআইনি কাফ সিরাপ পাচার রুখতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে অফিসারদের। পাচারকারীদের আত্মসমর্পণ করতে বলা হলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। মিঠুন শেখ ও মধু মণ্ডল নামে দুজনকে গ্রেফতার করা হয়। বাকি দশজন সেখান থেকে চম্পট দেয়। অভিযুক্তদের কাছ থেকে সেভেন এম এম পিস্তল, ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং প্রচুর পরিমাণ বেআইনি কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে বলে খবর মিলেছে।

–

–
–

–

–

–

–

–

–
