Thursday, August 28, 2025

রাজ্যের স্কুল শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে বড় আপডেট শিক্ষামন্ত্রীর

Date:

রাজ্যের শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার কবে হবে, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী (Education Minister)। বুধবার রাজারহাটে একটি বেসরকারি স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, মিউচুয়াল ট্রান্সফার নিয়ে আলোচনা চলছে। তবে এক্ষুনি তারিখ বলা সম্ভব নয় বলেন জানিয়েছেন তিনি। পাশাপাশি, মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়েও বিশেষ পদক্ষেপের কথাও এদিন জানান ব্রাত্য।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, চলতি বছরে প্রশ্নফাঁসের মধ্যে ঘটনা রুখতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রতিদিনই জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনা চলছে। পরীক্ষা নির্বিঘ্নে শেষ করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হচ্ছে। এদিন অনুষ্ঠান শেষে, সারপ্লাস ট্রান্সফার নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, “এক্ষেত্রে আমরা আগেরগুলোর রিভিউ করবো। সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে আমরা একটা নীতি অবশ্যই আনবো এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই চূড়ান্ত করা হবে।” সম্প্রতি শহরের একটি বেসরকারি স্কুলের জানালা ভেঙে দু’জন ছাত্র জখম হয়েছিল। সেই ঘটনা নিয়ে শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের বেসরকারি স্কুলগুলিকে নিয়ে মুখ্যমন্ত্রী আগেই একটি কমিশন গড়ার কথা বলেছেন। ওই ঘটনার পর তিনি নিজেও দফতরের সচিবের সঙ্গে কথা বলেছেন বলেও জানান শিক্ষামন্ত্রী।

 

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version