Thursday, December 18, 2025

ফার্স্ট ডে ফার্স্ট শো জমজমাট, বিনোদিনী থিয়েটারে ‘বিনোদিনী’ দেখে আপ্লুত দর্শক

Date:

Share post:

১৪১ বছর আগে যে স্বীকৃতি পাননি সেই স্বীকৃতি এসেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) হাত ধরে। স্টার থিয়েটারের নাম হয়েছে বিনোদিনী থিয়েটার। আর সেখানেই তাঁর জীবনী নির্ভর ছবি ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ ফার্স্ট ডে ফার্স্ট শো জমজমাট। কাণায় কাণায় পূর্ণ দর্শক দেখে পর্দার বিনোদিনী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) বললেন, এভাবে বিনোদিনীর পাশে থাকার জন্য ধন্যবাদ। আর দর্শকরা বললেন, “সিনেমা দেখছি না সত্যিই বিনোদিনীকে মঞ্চে অভিনয় করতে দেখছি- তা মাঝে মাঝে বুঝতে পারিনি”।

একটি বাংলা ছবি আর সেখানে কোনও হিট ডায়লগ বা বীর বিক্রমে হিরোর একা পাঁচজন ভিলেনের সঙ্গে লড়াই নয়, বিনোদিনী দাসীর কথায় হাততালি পড়ছে! একেবারে নারী কেন্দ্রিক বাংলা ছবিতে হিরোইনের জন্য এই উচ্ছ্বাস বহুদিন দেখা যায়নি। আর এখানেই রুক্মিণী মৈত্রের সাফল্য। তিনি আধুনিকতার সব গ্ল্যামার ঝেড়ে ফেলে বিনোদিনী হয়ে উঠেছেন। তৎকালীন স্টারডামের অভ্যেস এনেছেন চলনে-বলনে। ফলে জীবন্ত হয়ে উঠেছে চরিত্র। সেই কারণেই ছবির শেষে তাঁকে সামনে পেয়ে দর্শক বললেন, আমাদের মনে হচ্ছিল যেন স্বয়ং বিনোদিনীকে মঞ্চে অভিনয় করতে দেখছি। শহরের সব বড় নামজাদা শিল্পপতি থেকে শুরু করে শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, কাউন্সিলর উপস্থিত ছিলেন বৃহস্পতিবার বিনোদিনী থিয়েটারে বিনোদিনীর ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য। আর ছবি শেষে সবার মত “অপূর্ব, অনবদ্য”।

দর্শকদের মুখোমুখি হয়ে ‘বিনোদিনী’-র ডিরেক্টর রামকমল মুখোপাধ্যায় (Ramkamol Mukharjee) জানালেন, “2019 থেকে এই ছবিটি করার জন্য চেষ্টা চালাচ্ছেন তাঁরা। এই ছবি তৈরির জন্য যে লড়াই রুক্মিণী করেছেন, সেটাও বিনোদিনীর লড়াইয়ের সমতুল্য বলে জানালেন পরিচালক।

আর নায়িকা বললেন, অনেক জায়গায় হাউসফুল হলে তাঁরা যান। কিন্তু বিনোদিনী থিয়েটারে ‘বিনোদিনী’ ছবির হাউজফুল শো এক অন্য অনুভূতি। তাঁর আশা ছিল, ভরসা ছিল দর্শক বিনোদিনীর পাশে দাঁড়াবে আর সেটাই হয়েছে। রুক্মিনীর কথায়, এই সমর্থন, ভালবাসা, তাঁর জন্য নয়, থিয়েটার শিল্পী বিনোদিনীকে দিয়েছেন দর্শকরা। তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) ধন্যবাদ জানান রুক্মিণী। তাঁর কথায়, যেভাবে রামকৃষ্ণ বিনোদিনীর পাশে দাঁড়িয়েছিলেন, সেভাবেই কুণাল ঘোষ এই পর্দার বিনোদিনীর পাশে দাঁড়িয়ে তাঁকে সমর্থন করেছেন। এর জন্য কুণালকে অকুণ্ঠ ধন্যবাদ জানান রুক্মিণী।

আরও পড়ুন- বিমানের বর্ধিত ভাড়া নিয়ে উদ্বেগ! কোথায় যাচ্ছে টাকা? ইউজার ডেভেলপমেন্ট ফি নিয়ে সরকারকে প্রশ্ন পিএসির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

হোটেল থেকে হোমস্টে, বড়দিনে জমজমাট শৈল শহরের বুকিং! 

উত্তরবঙ্গ জুড়ে ভরপুর শীতের আমেজ, সঙ্গে আবার উৎসবের মরশুম- তাই উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সকলেরই ক্রিসমাস (Christmas time) ডেস্টিনেশন...

আজ থেকে ‘নো ম্যাপিং’ ভোটারদের নোটিশ পাঠানো শুরু কমিশনের

বঙ্গে এসআইআর (Special Intensive Revision) পরবর্তী পূর্ণাঙ্গ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এবার শুনানির জন্য বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)...

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...