Saturday, May 3, 2025

পাকিস্তানের (Pakistan) সঙ্গে বাংলাদেশের (Bangladesh) ইউনুস সরকারের গোপন আঁতাঁত! গোপনে ঢাকায় পৌঁছেছেন পাক গুপ্তচর সংস্থা ISI-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক, ISI-এর ডিরেক্টর জেনারেল অ্যানালিসিস মেজর জেনারেল শহিদ আমির আফসার, মেজর জেনারেল আলম আমির আওয়ান এবং এসএসজি-র কর্তা মহম্মদ উসমান লতিফ। যদিও সরকারি ভাবে এই সফর নিয়ে মুখে কুলুপ ঢাকা-ইসলামাবাদ দুপক্ষেরই।

এই মাসেই বাংলাদেশে সেনার উচ্চপদস্থ ৬ আধিকারিক পাকিস্তান গিয়েছিলেন। ৬ দিনের সফর সেরে ১৭ জানুয়ারি তাঁরা বাংলাদেশে ফিরেছেন। এরপরই ২১ জানুয়ারি পাকিস্তানের (Pakistan) থেকে সেনা অধিকারিকদের একটি দল বাংলাদেশে গিয়েছে। ভারতীয় গোয়ন্দা সূত্রে খবর, এই দলেই আছেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক। সঙ্গে আইএসআই-এর ডিরেক্টর জেনারেল অ্যানালিসিস মেজর জেনারেল শহিদ আমির আফসার, মেজর জেনারেল আলম আমির আওয়ান এবং এসএসজি-র কর্তা মহম্মদ উসমান লতিফ।

গোয়ান্দা রিপোর্ট অনুযায়ী, ইকে ৫৮৬ নং আমিরশাহির বিমানে দুবাই হয়ে চার সদস্যের পাক আধিকারিকদের দল ৩ দিনের সফরে পৌঁছয় ঢাকায়। সেই দল নিয়েই সতর্ক করেছেন ভারতীয় গোয়েন্দারা। তাঁদের দাবি, পাকিস্তানের এই দলটিকে বিমানবন্দরে স্বাগত জানান ডিজিএফআই-এর এক ব্রিগেডিয়ার মেহেদি। ঢাকায় পাঁচতারা হোটেল র‌্যাডিসন ব্লু-তে রয়েছেন পাক-চররা। এই দলকে গাজিপুরে অস্ত্র কারখানায় নিয়ে যাওয়ায় হয়। বাংলাদেশি সেনার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পাক গুপ্তচররা।

বাংলাদেশ যে ভারতের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে পাক গুপ্তচর সংস্থার আধিকারিকদের ঢাকা সফরই তার প্রমণ বলে মত কূটনৈতিক মহলের। এর আগে পাক জাহাজ ভিড়ছে বাংলাদেশে বিভিন্ন বন্দরে। চিনের সঙ্গেও যুদ্ধ সরঞ্জাম কেনার আলোচনা করছে ইউনুস সরকার। আর এসবই ভারত-বিরোধী পদক্ষেপ বলে অভিযোগ বিভিন্ন মহলের।

Related articles

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...
Exit mobile version