Sunday, November 9, 2025

বাংলাদেশে গোপনে পাক গুপ্তচর সংস্থা ISI-এর প্রধান! মুখে কুলুপ ইসলামাবাদ-ঢাকার

Date:

পাকিস্তানের (Pakistan) সঙ্গে বাংলাদেশের (Bangladesh) ইউনুস সরকারের গোপন আঁতাঁত! গোপনে ঢাকায় পৌঁছেছেন পাক গুপ্তচর সংস্থা ISI-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক, ISI-এর ডিরেক্টর জেনারেল অ্যানালিসিস মেজর জেনারেল শহিদ আমির আফসার, মেজর জেনারেল আলম আমির আওয়ান এবং এসএসজি-র কর্তা মহম্মদ উসমান লতিফ। যদিও সরকারি ভাবে এই সফর নিয়ে মুখে কুলুপ ঢাকা-ইসলামাবাদ দুপক্ষেরই।

এই মাসেই বাংলাদেশে সেনার উচ্চপদস্থ ৬ আধিকারিক পাকিস্তান গিয়েছিলেন। ৬ দিনের সফর সেরে ১৭ জানুয়ারি তাঁরা বাংলাদেশে ফিরেছেন। এরপরই ২১ জানুয়ারি পাকিস্তানের (Pakistan) থেকে সেনা অধিকারিকদের একটি দল বাংলাদেশে গিয়েছে। ভারতীয় গোয়ন্দা সূত্রে খবর, এই দলেই আছেন পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক। সঙ্গে আইএসআই-এর ডিরেক্টর জেনারেল অ্যানালিসিস মেজর জেনারেল শহিদ আমির আফসার, মেজর জেনারেল আলম আমির আওয়ান এবং এসএসজি-র কর্তা মহম্মদ উসমান লতিফ।

গোয়ান্দা রিপোর্ট অনুযায়ী, ইকে ৫৮৬ নং আমিরশাহির বিমানে দুবাই হয়ে চার সদস্যের পাক আধিকারিকদের দল ৩ দিনের সফরে পৌঁছয় ঢাকায়। সেই দল নিয়েই সতর্ক করেছেন ভারতীয় গোয়েন্দারা। তাঁদের দাবি, পাকিস্তানের এই দলটিকে বিমানবন্দরে স্বাগত জানান ডিজিএফআই-এর এক ব্রিগেডিয়ার মেহেদি। ঢাকায় পাঁচতারা হোটেল র‌্যাডিসন ব্লু-তে রয়েছেন পাক-চররা। এই দলকে গাজিপুরে অস্ত্র কারখানায় নিয়ে যাওয়ায় হয়। বাংলাদেশি সেনার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পাক গুপ্তচররা।

বাংলাদেশ যে ভারতের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে পাক গুপ্তচর সংস্থার আধিকারিকদের ঢাকা সফরই তার প্রমণ বলে মত কূটনৈতিক মহলের। এর আগে পাক জাহাজ ভিড়ছে বাংলাদেশে বিভিন্ন বন্দরে। চিনের সঙ্গেও যুদ্ধ সরঞ্জাম কেনার আলোচনা করছে ইউনুস সরকার। আর এসবই ভারত-বিরোধী পদক্ষেপ বলে অভিযোগ বিভিন্ন মহলের।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version