ভারত-মার্কিন সম্পর্কের নতুন অধ্যায়ে ট্রাম্প সরকারের অগ্রাধিকারে ভারত : জয়শংকর

তিনি জানান, ট্রাম্প প্রশাসন ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বদ্ধপরিকর

0
2

ডোনাল্ড ট্রাম্প(Donald Trump) প্রশাসন ভারতের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এমনই জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে তিনি বলেন, প্রথমবার ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার সময়েই দুই দেশের সম্পর্কের ভিত শক্তিশালী হয়েছিল। এবার সেই ভিতের উপর দাঁড়িয়েই ইন্দো-মার্কিন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। কোয়াডকে এগিয়ে নিয়ে যেতে ভারতের মতোই যথেষ্ট আগ্রহী ট্রাম্প সরকার, এমনটাই মনে করেন জয়শংকর(Jayshankar)।

তিনি জানান, ট্রাম্প প্রশাসন ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বদ্ধপরিকর। জয়শংকরের মতে, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে এশিয়ায় ভারতের গুরুত্ব ক্রমবর্ধমান। চিনের বাড়াবাড়িতে লাগাম টানতে ভারতকে ঘনিষ্ঠভাবে পাশে চাইছে আমেরিকা।
ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন জয়শংকর। এই নতুন সরকারের প্রথম কূটনৈতিক বৈঠকেও ভারতের বিদেশমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মার্কিন বিদেশ সচিব মারো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, “ট্রাম্প প্রশাসন ভারতকে পাশে রাখতে খুবই আগ্রহী।”

তিনি বলেন, মার্কিন আধিকারিকদের সঙ্গে বৈঠক করে আমার স্পষ্ট ধারণা, দ্বিপাক্ষিক সম্পর্কের ভিতের উপরেই ভারতের সঙ্গে আরও মজবুত বন্ধন গড়ে তুলতে চায় আমেরিকা(America)। প্রথমবার ট্রাম্প যখন প্রেসিডেন্ট হন, তখনই দুই দেশের সম্পর্কের ভিত শক্তিশালী হয়েছিল।