Saturday, May 3, 2025

চিকিৎসা পেতে এসে নাবালিকার যৌন হেনস্থা! হিমন্তের অসমে ধামাচাপার চেষ্টা

Date:

গুয়াহাটি মেডিক্যাল কলেজে নাবালিকার যৌন হেনস্থার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sharma) প্রশাসনের। চিকিৎসা পেতে এসে নাবালিকার যৌন হেনস্থায় (sexual assault) অভিযুক্ত হাসপাতালেরই কর্মী। এমনকি অভিযোগ জানাতে গেলে প্রাথমিকভাবে পুলিশের গুরুত্ব না দেওয়া ও পরে সোশ্যাল মিডিয়ায় হাসপাতাল সুপার (superintendent) নাবালিকার পরিচয় প্রকাশ করে দেয় বলেও অভিযোগ। চাপের মুখে বাধ্য হয়ে ঘটনায় তদন্ত নেমে দুজনকে গ্রেফতার করেছে অসম পুলিশ (Assam police)।

এক নাবালিকাকে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (GMCH) ইউরোলজি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসে তার পরিবার ১৯ জানুয়ারি। সেখানেই শৌচাগারে গেলে সাফাই কর্মী আব্দুল রশিদ তাকে যৌন হেনস্থা (sexual assault) করে বলে অভিযোগ। পরিবার পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ তদন্ত শুরু করে রশিদকে গ্রেফতার করে। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে করবী রায়কেও গ্রেফতার করা হয়।

পকসো (POCSO) আইনে নাবালিকার শারীরিক পরীক্ষার পাশাপাশি তার বয়ান রেকর্ডও করা হয়। অন্যদিকে সিসিটিভি-র (CCTV) ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। যদিও এরপরেও পুলিশের দাবি, নাবালিকার সঙ্গে অভিযুক্ত রশিদ পূর্ব পরিচিত। এই যুক্তি দেখিয়ে প্রথমেই খারিজ করে দেওয়ার চেষ্টা হয় এই অভিযোগ। গোটা ঘটনা ধামাচাপা দিতে তথ্য প্রমাণ নষ্ট করারও অভিযোগ উঠেছে।

তবে ঘটনাকে লঘু করে দেখাতে তৎপর হিমন্ত প্রশাসন প্রকাশ করে দিয়েছে নাবালিকার পরিচয়। এই অভিযোগে সরব ছাত্র সংগঠনগুলি। অভিযোগ হাসপাতালের সুপার (superintendent) যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তাতে প্রকাশ করা হয়েছে নাবালিকার নাম। পুলিশি তদন্তে সুপারের বিরুদ্ধেও পদক্ষেপ দাবি করা হয়েছে পরিবারের তরফে।

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...
Exit mobile version