Sunday, November 9, 2025

২৬/১১ মুম্বই হামলার অভিযুক্তকে ভারতে প্রত্যর্পণের সিদ্ধান্ত আমেরিকার 

Date:

২৬/১১ মুম্বই হামলার (Mumbai attack on 26/11) অন্যতম অভিযুক্ত তাহাউর হুসেন রানাকে (Tahawwur Hussain Rana) ভারতে পাঠাচ্ছে আমেরিকা। অভিযুক্তকে প্রত্যর্পণের নির্দেশ দিল মার্কিন সুপ্রিম কোর্ট (US Supreme Court)।এই ঘটনা সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ভারতের বড় কূটনৈতিক জয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।ভারত-মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি মেনে মুম্বই হামলা অভিযুক্ত রানাকে ভারতে ফেরত পাঠাচ্ছে আমেরিকা।

২০০৮ সালের ২৬ নভেম্বর পাকিস্তান থেকে আগত ১০ লস্কর-ই-তইবা জঙ্গির মুম্বইয়ে হামলার পরিকল্পনায় রানা প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল ভারতের। সেই হামলার ঘটনায় ৬ জন আমেরিকার নাগরিকের মৃত্যু হয়। ২০১৩ সালে তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দেয় সেদেশের আদালত। ডেভিড কোলম্যান হেডলির সঙ্গী রানাকে পাওয়ার জন্য প্রায় দেড় দশক আগে ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। কিন্তু তাতে সায় মেলেনি। বরং জামিনে ছাড়া পান অভিযুক্ত। ২০২০ সালের জুন মাসে মুম্বই নাশকতার ঘটনাতেই ফের রানাকে গ্রেফতার করে আমেরিকার পুলিশ। পরবর্তী সময়ে দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে রানাকে আমেরিকার থেকে ফেরত চায় ভারত। পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক রানা বর্তমানে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে একটি জেলে বন্দি রয়েছেন।আইনের ফাঁকফোকরকে কাজে লাগিয়ে বার বার প্রত্যর্পণ এড়ানোর চেষ্টা করেন অভিযুক্ত। এবার ট্রাম্প মসনদে বসার পরই বড় সিদ্ধান্ত নিল মার্কিন মুলুক। যদিও গত বছর অগস্টেই মার্কিন আদালত জানিয়েছিল, রানা ভারতের কাছে প্রত্যর্পণযোগ্য। আর এবার তাতেই সিলমোহর দিল শীর্ষ আদালত।এই মামলার আইনজীবী উজ্জ্বল নিকম জানান, মার্কিন সুপ্রিম কোর্ট রানার আবেদন খারিজ করে দিয়েছে। কূটনৈতিক দিক থেকে ভারতের জন্য এটি বিরাট জয়। কবে রানাকে নিজেদের হেফাজতে পাবে ভারত তা এখনও স্পষ্ট নয়।

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version