Wednesday, November 5, 2025

সাধারণতন্ত্র দিবসে কীভাবে সংবিধান প্রণেতাদের শ্রদ্ধা, স্মরণ করালেন অভিষেক

Date:

মোদি জমানায় যখন দেশের সংবিধান প্রশ্নের মুখে, তখন প্রজাতন্ত্র দিবসেই সংবিধানকে ও তার নীতিগুলিকে আবার স্মরণ করে নেওয়ার দিন। ৭৬ তম সাধারণতন্ত্র দিবসে (Republic Day) বার্তা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। কর্তব্য পথ থেকে রেড রোডে সাধারণতন্ত্র দিবস উদযাপনে উৎসাহের অন্ত নেই। তারই মধ্যে সকলকে নিজেদের কর্তব্য স্মরণ করিয়ে অভিষেকের বার্তা, ৭৬ তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের পাশাপাশি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে এই জাতি গঠনের প্রাণ পুরুষদের দর্শন – যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত ন্যায়, স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্বের উপর। সংবিধানে যে নীতিগুলি বলা রয়েছে তাকে তুলে ধরার দিন এটি। এবং আয়নায় দেখে দেওয়ার দিন যে সেই নীতি আমরা কতটা অনুধাবন করতে পেরেছি।

এই উপলক্ষ্যে যেমন আমরা গর্ব অনুভব করছি তেমনি সময় এসেছে আত্মদর্শনের (introspection)। আমাদের গণতন্ত্রের শক্তি নিহিত রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান, সমাজে তাদের অন্তর্ভুক্তিকরণ এবং অর্থনীতির স্বচ্ছতায়। আজ আমাদের অঙ্গীকারকে আরও একবার স্পষ্ট করে নিই যাতে এমন এক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় যা শুধু শক্তিশালী নয় সহানুভূতিশীল, শুধু সমৃদ্ধশালী নয় অন্তর্ভুক্তিকরণে বিশ্বাসী।

সেই সঙ্গে তিনি সতর্ক করে দেন, সামনের পথ বাধা মুক্ত নয়। কিন্তু আমরা একসঙ্গে থাকলে এমন এক ভারত তৈরি করতে পারি যা প্রতিফলিত করবে সেই সব মানুষের স্বপ্নকে, যাঁরা আমাদের সংবিধান (Constitution of India) দিয়েছেন। ৭৬ তম সাধারণতন্ত্র দিবস শুধুমাত্র উৎসবের নয়, আমাদের দায়িত্বকে স্মরণ করানোর দিন।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version