Saturday, August 23, 2025

একতা ও সম্প্রীতির বার্তায় বীর শহিদ ও সংবিধান প্রণেতাদের সাধারণতন্ত্র দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Date:

সাধারণতন্ত্র দিবসের ( republic day) পুণ্যলগ্নে দেশবাসীর উদ্দেশে একতা, সম্প্রীতি ও অন্তর্ভুক্তির আদর্শকে সমুন্নত রাখার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী ( chief minister) রবিবার সোশ্যাল মিডিয়ায় লেখেন, আজকের এই বিশেষ দিনে আমাদের সকলকে শপথ নিতে হবে সংবিধানের মূল ভিত্তি সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র এবং সর্বোপরি দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে অক্ষুণ্ন রাখার।

তিনি লেখেন, আমাদের ধাত্রীভূমিকে স্বাধীনতার মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ যাঁরা করে দিয়েছিলেন, সেই সকল বীর শহিদকে আজকের দিনে বিনম্র চিত্তে প্রণাম জানাই। আজকের এই মাহেন্দ্রক্ষণে আন্তরিক শ্রদ্ধা জানাই সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকর-সহ সকল সংবিধান রচয়িতাকে। পাশাপাশি, দেশের সকল সহ-নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের শপথ হোক জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈচিত্রের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্মসমন্বয়ের পরম্পরার এবং মহান ঐতিহ্যের সুদৃঢ় বন্ধনকে অটুট রাখার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের ৭৬ বছর উদযাপন করতে রেড রোডে গ্র্যান্ড প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছিলেন এদিন। রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে পূর্ণ মর্যাদায় সাধারণতন্ত্র দিবসে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন।

এক্স বার্তায় তিনি জানান, এই দিনটি শুধু স্মরণ করার নয়, এই দিনটি সংবিধান নির্দেশক নীতিগুলির প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্নবীকরণের‌। আমাদের প্রজাতন্ত্রের শক্তি জনগণের শক্তিতে প্রতিফলিত হোক। আমরা যেন সবসময় সেই মূল্যবোধকে রক্ষা ও লালন করার চেষ্টা করি যা ভারতকে মহান করে তোলে।

+-

 

Related articles

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...
Exit mobile version