Saturday, November 8, 2025

রাজভবনে জাতীয় সঙ্গীত হবে না কলকাতা পুলিশের ব্যান্ডে! ডেকে আনলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Date:

রাজভবনে ব্যতিক্রমী, রীতি-বহির্ভূত ঘটনা ঘটল ২৬ জানুয়ারির (Republic Day) সন্ধ্যায়। প্রত্যেক বছরের মতো এবারও রাজভবনে (Raj Bhavan) রাজ্যপাল চা চক্রের আয়োজন করেছিলেন। সেই চা চক্রে জাতীয় সঙ্গীত বাজানোকে ঘিরেই রাজভবনে বিতর্কিত কাণ্ড। মুখ্যমন্ত্রীর (Chief Minister) হস্তক্ষেপে কলকাতা পুলিশের ব্যান্ডের (Kolkata Police Band) রাজভবনে প্রবেশ ও তাদের ব্যান্ডেই বাজালো জাতীয় সঙ্গীত (National Anthem)।

চা চক্র শুরু হয় সাধারণভাবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে। রবিবারও তার ব্যতিক্রম হয়নি। রাজ্যপালের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী (Chief Minister) ছিলেন, সঙ্গে অন্যান্য অভ্যাগতরাও। ব্যান্ডে জাতীয় সঙ্গীত শুরু হতেই মুখ্যমন্ত্রী লক্ষ্য করেন কলকাতা পুলিশের বিখ্যাত ব্যান্ড জাতীয় সঙ্গীত বাজাচ্ছে না। বাজাচ্ছে এসএসবি (SSB) বা সীমা সুরক্ষা ব্যান্ড। এরা বিএসএফের একটি শাখা। মুখ্যমন্ত্রী পুলিশ আধিকারিকদের কাছে জানতে চান ঘটনা কী? জানতে পারেন কলকাতা পুলিশের ব্যান্ডটিকে রাজভবনেই (Raj Bhavan) ঢুকতে দেওয়া হয়নি। তারা দাঁড়িয়ে রয়েছেন নর্থ গেটের বাইরে। ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন এটা কেন হবে। যে কোনও সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত বাজানোর দায়িত্ব পালন করে কলকাতা পুলিশই (Kolkata Police)। তাহলে এক্ষেত্রে কেন ব্যতিক্রম হবে। তীব্র আপত্তি জানিয়ে মুখ্যমন্ত্রী নিজেই এগিয়ে যান নর্থ গেটের (North Gate) দিকে। ডেকে আনেন কলকাতা পুলিশের ব্যান্ডকে (Kolkata Police Band)। তাঁর স্পষ্ট কথা, যে ট্র্যাডিশন দীর্ঘদিন ধরে চলে আসছে তার কেন অন্যথা হবে। কলকাতা পুলিশের ব্যান্ড রাজভবনে প্রবেশ করে। ব্যান্ডে বেজে ওঠে জাতীয় সঙ্গীত। মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ সমস্ত অভ্যাগতই গলা মেলালেন জাতীয় সঙ্গীতের সঙ্গে।

কিন্তু রাজভবন হঠাৎ কাদের প্ররোচনায় এই ঘটনাটি ঘটালো সেই নিয়ে চা চক্রে জুড়েই ছিল নানা রকম আলোচনা।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version