Tuesday, November 11, 2025

মিলল না ফিঙ্গারপ্রিন্ট! তবু শরিফুলকেই সইফের হামলাকারী দাবি করে বাংলায় মুম্বই পুলিশ

Date:

অভিনেতা সইফ আলি খানের বাড়িতে ঢুকে তাঁর উপর হামলা চালানো আততায়ী গ্রেফতারের পর থেকেই সন্দেহের মুখে মুম্বই পুলিশ (Mumbai Police)। আদৌ সঠিক অপরাধী গ্রেফতার হয়েছে কি না, প্রশ্ন উঠেছে বারবার। সইফের (Saif Ali Khan) বাড়ি থেকে সংগৃহীত ফিঙ্গারপ্রিন্টের (fingerprint) সঙ্গে ধৃত বাংলাদেশি নাগরিক শরিফুলের ফিঙ্গারপ্রিন্ট না মেলায় বাড়লো সন্দেহ। আবার সেই শরিফুলেরই খোঁজে সোজা কলকাতা চলে এল মুম্বই পুলিশ। ফলে মুম্বই পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি বাংলাকে বদনাম করার অভিসন্ধি নিয়ে উঠেছে প্রশ্ন।

একাধিক অপরাধী গ্রেফতার এবং মুক্তি দেওয়ার পরে অবশেষে শারিফুল ইসলাম নামে এক বাংলাদেশের (Bangladesh) নাগরিককে গ্রেফতার করে মুম্বই পুলিশ। ১৫ জানুয়ারি সইফ আলি খানের (Saif Ali Khan) বাড়িতে হামলায় অভিযুক্ত হিসাবে তাকেই পেশ করেছে মুম্বই পুলিশ। এরপরই শরিফুলের বাবা বাংলাদেশের বিএনপি (BNP) নেতা মহম্মদ রুহুল দাবি করেছিলেন সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া যুবক তাঁর ছেলে শরিফুল নয়।

সইফের (Saif Ali Khan) বাড়ি থেকে সংগ্রহ করা ১৯ জোড়া আঙুলের ছাপ সিআইডিতে (CID) পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তার মধ্যে একটি আঙ্গুলের ছাপও (finger print) শরিফুলের সঙ্গে মেলেনি, বলে সূত্রের খবর। যদিও নিজেদের দোষ ঢাকতে নতুন করে আরও কিছু আঙুলের ছাপ পরীক্ষার জন্য সিআইডিতে পাঠিয়েছে মুম্বই পুলিশ, জানা গিয়েছে।

আদতে শরিফুল অপরাধী কিনা তা নিয়ে হাজারো প্রশ্নের মাঝে এবার বাংলায় চলে এল মুম্বই পুলিশের (Mumbai Police) একটি দল। কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে শরিফুলের গতিবিধি নিয়ে তদন্ত চালাবে তারা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে মূল তদন্তকে বাংলাদেশের অনুপ্রবেশকারী ইস্যুর দিকে ঘুরিয়ে দিয়ে নজর ঘোরাচ্ছে মুম্বই পুলিশ কিনা তা নিয়েও।

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version