Tuesday, November 4, 2025

অন্য নামে সিম কার্ড! সইফ-হামলাকারীর খোঁজে শিলিগুড়ি যাচ্ছে মুম্বই পুলিশ

Date:

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অদক্ষতায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বাংলাদেশ (Bangladesh) সীমান্তবর্তী এলাকা যে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হয়ে গিয়েছে, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে মুম্বই পুলিশ (Mumbai Police)। সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলায় অভিযুক্ত হিসাবে যে শরিফুলকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ, তার মোবাইলের সিম কার্ডের সূত্র ধরে উঠে এসেছে উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের ঘটনা। এবার সেই সিমকার্ডের (sim card) সূত্রে শিলিগুড়িতে তদন্তে যাচ্ছে মুম্বই পুলিশ।

বাংলাদেশের বিএনপি নেতার ছেলে শরিফুল ইসলামের ভারতে অনুপ্রবেশের সূত্র খুঁজতে শহরে পৌঁছেছে মুম্বই পুলিশের সাত সদস্যের দল। তাঁদের লক্ষ্য শিলিগুড়ি। শরিফুলকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে তার মোবাইলে থাকা সিমকার্ডটি (sim card) শিলিগুড়ির (Siliguri) পানিট্যাঙ্কি এলাকার এক বাসিন্দার। সেই বাসিন্দার নাম খুকুমনি জাহাঙ্গির। এবার এই খুকুমনি জাহাঙ্গিরের খোঁজ চালাবে মুম্বই পুলিশ। শিলিগুড়ি থেকে সিমকার্ড সংগ্রহ করে মুম্বইয়ের উদ্দেশে যায় শরিফুল।

তদন্তকারীদের দাবি, শিলিগুড়ির (Siliguri) পানিট্যাঙ্কি এলাকার বাসিন্দার থেকে সিমকার্ড (sim card) কিনেছিল শরিফুল। সিমকার্ড কিনতে গেলে পরিচয়পত্র লাগে। সেক্ষেত্রে কী ভারতের ভুয়ো পরিচয়পত্রও বানিয়ে ছিল শরিফুল, তাও খুঁজে দেখবে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই ভারতের ভুয়ো পরিচয়পত্র দিয়ে বাংলাদেশের নাগরিকদের এদেশের বাসিন্দার স্বীকৃতি দেওয়ার বড়সড় চক্র ধরেছে বাংলার পুলিশ। ভুয়ো পরিচয়পত্র চক্রের সঙ্গেও শরিফুলের যোগ রয়েছে কিনা তাও দেখবেন তদন্তকারীরা। ইতিমধ্যেই রাজ্য পুলিশকে তদন্তে সাহায্যের আবেদন জানিয়েছে মুম্বই পুলিশ।

Related articles

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...

আগামীর লড়াই বিজেপি-কে শূন্য করার লড়াই: SIR চক্রান্তের প্রতিবাদ-মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের

SIR চক্রান্তের প্রতিবাদে মঞ্চ থেকে এক যোগে নির্বাচন কমিশন ও বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version