Thursday, August 21, 2025

সইফ কাণ্ডে ধৃত শরিফুলের সিমকার্ড: নদিয়ার খুকুমনিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য

Date:

চোরাই সিমকার্ড ব্যবহার করেই মুম্বই (Mumbai) পাড়ি সইফ আলি খানের হামলাকারী শরিফুল ইসলামের, চাঞ্চল্যকর তথ্য ফাঁস মুম্বই পুলিশের (Mumbai Police) তদন্তে। ফোনের সিমকার্ডের সূত্র ধরে বাংলায় তদন্তে আসা মুম্বই পুলিশের জেরার মুখে নদিয়ার (Nadia) খুকুমনি। সোমবার সেই জিজ্ঞাসাবাদেই উঠে এলো শরিফুলের চোরাই সিমকার্ডের (sim card) তত্ত্ব।

শরিফুলকে গ্রেফতারের পরে বাংলাদেশ যোগ নিয়ে উঠে পড়ে তদন্তে নামে মুম্বই পুলিশ। বাংলায় এসে সিমকার্ডের উৎস সন্ধানে শিলিগুড়ি ও নদিয়ায় যোগাযোগ করা হয়। কীভাবে বাংলাদেশের নাগরিক শরিফুল ভারতের মোবাইল সিমকার্ড পেল, তা নিয়ে প্রশ্ন ওঠে। রবিবার রাতে নদিয়ায় (Nadia) সিমকার্ডটি যার নামে রেজিস্ট্রেশন, সেই খুকুমনির সন্ধানে যায় মুম্বই পুলিশ (Mumbai Police)।

নদিয়ার চাপড়ার বাসিন্দা খুকুমনি জাহাঙ্গির শেখকে খুঁজে পেতে সোমবার সকাল পর্যন্ত কাঠখড় পোড়াতে হয় পুলিশকে। চাপড়ার বড় আন্দুলিয়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে কয়েক বছর আগে চলে গিয়েছিলেন। সেখান থেকে তাকে খুঁজে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা যায় তিন চার মাস আগে কলকাতায় মেডিক্যাল কলেজ ( থেকে তার মোবাইল চুরি যায়। যদিও এখনও তাকে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে জানা যায়, পুলিশ সূত্রে।

পরে শিলিগুড়ির (Siliguri) পানিট্যাঙ্কি থেকে সেই সিমকার্ড সংগ্রহ করে শরিফুল, এমনটাই সে তদন্তকারীদের জানিয়েছিল। ফলে কীভাবে কলকাতায় চোরাই ফোনের সিমকার্ড (sim card) শিলিগুড়ি (Siliguri) পৌঁছে গেল, তা নিয়ে এবার তদন্ত চালাবে মুম্বই পুলিশ (Mumbai Police)। ভারত-বাংলাদেশের মেঘালয় সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা শরিফুলকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি সিমকার্ডের লোকেশন ধরেও খোঁজ চালানো হচ্ছে পুলিশের তরফে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version