Sunday, November 2, 2025

ছাত্র সংঘর্ষে সরগরম বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস-পরীক্ষা স্থগিত

Date:

বাংলাদেশে ফের ছাত্র আন্দোলন। রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার অধীনে থাকা ৭টি সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রীতিমতো সরগরম বাংলাদেশের রাজধানী। এ ঘটনায় সোমবার সকাল ৯টা থেকে ঢাকা শহর অবরোধের ডাক দিয়েছেন বাংলাদেশের ৭টি কলেজের পড়ুয়ারা।

জানা গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সাতটি কলেজের পড়ুয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রবিবার রাতে রীতিমতো খণ্ডযুদ্ধ বাধে। সাউন্ড গ্রেনেডের শব্দে কেঁপে ওঠে ঢাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের বড় বাহিনী মোতায়েন করা হয়। এই সংঘর্ষের জেরে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমস্ত ক্লাস এবং পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন।

জানা গিয়েছে, একাধিক দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করতে যান বেশ কয়েকটি কলেজের ছাত্ররা। সেই সময় উপাচার্য তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এরপরেই ক্ষমা চাওয়ার দাবিতে বিভিন্ন জায়গায় অবরোধ শুরু করে দেন পড়ুয়ারা। শুধু তাই নয়, এই কর্মসূচিতে কয়েকশ আরও ছাত্র যোগ দেয় এবং সবাই মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল শুরু করে।

এ দিন সকালে ৭টি কলেজের পড়ুয়ারা সাংবাদিক বৈঠক করে জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদকে ক্ষমা চাইতে হবে এবং ইস্তফা দিতে হবে। এছাড়া গতকালের হামলার জন্য নিউমার্কেট থানা এলাকার ওসি, এসি সহ আধিকারিকদের কাজ থেকে বরখাস্ত করতে হবে এবং তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে।

প্রসঙ্গত, গত বছরের জুলাই-অগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়েই বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়েছিল এবং মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল। কিন্তু যত সময় এগোচ্ছে, ততই ইউনূস সরকারের বিরুদ্ধেও ক্ষোভ বেড়ে চলেছে।

Related articles

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...

SIR আবহে প্রকাশিত ‘আমি কী নাগরিক?’, বিজেপির পর্দাফাঁস ব্রাত্যর

রাজ্যের শিক্ষামন্ত্রী ও বিশিষ্ট নাট্যকার ব্রাত্য বসুর (Bratya Basu) হাতে রবিবার প্রকাশিত হলো নাগরিকত্ব, দেশভাগ ও সাংবিধানিক অধিকার...

বেঙ্গালুরুতে সিগন্যাল ভেঙে ছুটল অ্যাম্বুল্যান্স, মৃত ২

বেঙ্গালুরুর (Bengaluru) রাস্তায় সিগন্যাল ভেঙে ছুটল একটি অ্যাম্বুল্যান্স। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল ২ জনের। সামনে দাঁড়িয়ে...

SIR-এর ছদ্মবেশে NRC! বৈধ ভোটারের ভোটাধিকার কাড়ার বিরুদ্ধে গর্জে উঠে গণমঞ্চ

রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই টানা আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ দেশ বাঁচাও গণমঞ্চের। সেখানেই কেন্দ্রের সরকারের এসআইআর (SIR)...
Exit mobile version