Thursday, December 18, 2025

বিনিয়োগের সেরা ঠিকানা, বাণিজ্যের নেতৃত্বে বাংলা

Date:

Share post:

আগামীর বাণিজ্য ক্ষেত্রে দেশকে নেতৃত্ব দিচ্ছে বাংলা। বাংলায় আসছে আরও বিনিয়োগ। আসন্ন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটকে কেন্দ্র করে আশার ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে বাংলার শিল্পক্ষেত্রে। কেননা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট শুধু একটি মঞ্চ নয়, এই বিশ্ব-শিল্প সম্মেলন প্রমাণ করে বাংলা মানেই বিজনেস, বাংলা মানেই বিনিয়োগের সেরা ঠিকানা।

এদিন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের সাফল্য তুলে ধরে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে। সেই ভিডিও বার্তায় তৃণমূলের দাবি, প্রত্যেকবারই সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। বাংলা কেবল আগামীর বাণিজ্যক্ষেত্রে অংশগ্রহণ করছে না, বাংলা নেতৃত্ব দিচ্ছে দেশের বাণিজ্যে। বাংলা ৯০ লক্ষের বেশি এমএসএমই তৈরি করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশের প্রথম স্থানে রয়েছে। এই ক্ষেত্রে এক কোটি ৩৬ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে বাংলা। মহিলা উদ্যোগপতিদের নিরিখেও দেশের মধ্যে শীর্ষে বাংলা। তাঁদের উৎসাহ দিতে ১২ বছরে ৬. ১৫ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। অসংখ্য উদ্যোগপতির স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। ক্রমবর্ধমান এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য বাংলায় ন’টি নতুন শিল্প পার্ক, ৩৫টি এমএসএমই তৈরি করা হয়েছে। বাংলাশ্রী ইনসেন্টিভ স্কিমের মাধ্যমে এমএসএমই-গুলি তাদের সাফল্যের পথে আর্থিক সহায়তা পাচ্ছে। সুস্থায়ী উন্নয়নে জোর দিয়ে ইউনেস্কো সংগঠিত গ্রামীণ কারুশিল্প কেন্দ্রের মতো পরিবেশবান্ধব প্রকল্পগুলো সার্কুলার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানেই শেষ নয় বাংলার শিল্প ও বাণিজ্য-ক্ষেত্রের সাফল্য। ভারতের বৃহত্তম কয়লার ভাণ্ডার দেউচাপাঁচামি আরও উন্নত করা হচ্ছে, যা আগামী দু’বছর ধরে শিল্পক্ষেত্রে জ্বালানি সরবরাহ করবে। তাজপুর গভীর সমুদ্র বন্দরের কাছে প্রস্তাবিত ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টারগুলির মাধ্যমে বাংলার প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে একটি শক্তিশালী কেন্দ্র হয়ে উঠতে চলেছে। এই সাফল্যই প্রমাণ করে বাংলা মানেই বিজনেস, বাংলা মানেই বিনিয়োগের সেরা ঠিকানা।

আরও পড়ুন- আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নার্সিং পড়ুয়াকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার পুরুষ নার্স!

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...