Thursday, August 21, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পদত্যাগ করলেন আইসিসির সিইও জিওফ অ্যালার্ডিস, জল্পনা তুঙ্গে

Date:

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পদত্যাগ করলেন ২০২১ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সিইও পদে দায়িত্বে থাকা জিওফ অ্যালার্ডিস। যদিও তিনি নিজে দাবি করেছেন যে নিজের ইচ্ছাতেই সরে গিয়েছেন। তবে ওয়াকিবহালমহলের মতে, পাকিস্তানের প্রস্তুতির অভাবই এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জিওফ অ্যালার্ডিস ২০১২ সালে আইসিসির জেনারেল ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন এবং ২০২১ সালের নভেম্বর মাসে সিইও হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। পদত্যাগের পর অ্যালার্ডিস বলেন, আইসিসির সিইও পদ সামলানো একটা বড় দায়িত্ব ছিল। ক্রিকেটের প্রসারে যা কিছু করেছি, তাতে আমি সন্তুষ্ট। তবে আমার মনে হয় এটা সরে যাওয়ার সেরা সময়, এবং আমি নতুন চ্যালেঞ্জ নিতে চাই।

অ্যালার্ডিসের সরে যাওয়ার কারণ হিসাবে আইসিসি কোনও কারণ দেখায়নি। কিন্তু একটি সূত্রে জানা গিয়েছে যে, আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ সাফল্য পায়নি। সেই সঙ্গে আইসিসির প্রচুর বাড়তি খরচ হয়েছিল, ওই বিশ্বকাপ আয়োজনে। তবে সবচেয়ে বড় কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাকিস্তান যে সময়ের মধ্যে তৈরি হতে পারবে না, সেটা আন্দাজ করতে না পারা।আইসিসির চেয়ারম্যান জয় শাহ যদিও অ্যালার্ডিসের প্রশংসাই করেছেন। তিনি বলেছেন, আইসিসির তরফে অ্যালার্ডিসকে ধন্যবাদ। তার পরিশ্রম ক্রিকেটকে সারা বিশ্বে পৌঁছে দিয়েছে। অ্যালার্ডিসকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই।

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা। এই প্রতিযোগিতায় নিরাপত্তার কারণে ভারত নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে। কিন্তু পাকিস্তানের তিনটি ভেন্যু করাচি, লাহোর এবং রাওয়ালপিণ্ডির মাঠ এখনও প্রস্তুত হয়নি। সংস্কারের কাজ চললেও, সেগুলি অনেক আগে শেষ হওয়ার কথা ছিল, এবং এখন পর্যন্ত মাঠগুলির প্রস্তুতির সময় নিয়ে সংশয় রয়েছে।অ্যালার্ডিসের পদত্যাগের পর এখন পর্যন্ত নতুন সিইও কে হবেন তা জানানো হয়নি। তবে, এই পদে তিনজন প্রার্থী রয়েছেন—ক্রিস টেটলি, অ্যালেক্স মার্শাল এবং ক্লেয়ার ফারলং।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version