Tuesday, August 26, 2025

রঞ্জি ম্যাচে মাঠে ঢুকে বিরাটকে প্রণাম এক সমর্থকের, ভাইরাল ভিডিও

Date:

Share post:

দীর্ঘ ১২ বছর পর রঞ্জিট্রফির ম্যাচে খেলতে নেমেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এদিন রঞ্জিট্রফির ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির মুখোমুখি রেলওয়েজ। এই ম্যাচে খেলতে নেমেছেন বিরাট । আর সেই ম্যাচ দেখতে জন জোয়ার অরুণ জেটলি স্টেডিয়ামে। এমনকি বিরাটকে প্রণাম করার জন্য নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়লেন এক ভক্ত। দৌড়ে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন কোহলিকে। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।

এদিন দিল্লি-রেলওয়েজের ম্যাচে দেখা যায় , ম্যাচ চলাকালীন একজন সটান ঢুকে পড়েন মাঠে। নিরাপত্তারক্ষীদের টপকে মাঠে নেমেই দৌড়তে থাকেন। সেই সময়ে বিরাট ফিল্ডিং করছিলেন স্লিপে। ওই ব্যক্তি দৌড়ে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করেন। গোটা ঘটনায় বেশ চমকে যান বিরাট। দুহাত দিয়ে ওই ব্যক্তিকে আটকানোর চেষ্টাও করেন। তাতেও অবশ্য কোন লাভ হয়নি। খানিকক্ষণের মধ্যেই অবশ্য নিরাপত্তারক্ষীরা মাঠে ঢুকে পড়ে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যান। গোটা ঘটনার ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। যা মন কেড়েছে নেটিজেনদের।

এদিকে বিরাট রঞ্জি ম্যাচ খেলায় দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বৃহস্পতিবার দিল্লির স্টেডিয়ামের ভিড় প্রত্যাশা ছাপিয়ে যায়। ভিড় সামলাতে আগে থেকেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল ডিডিসিএ। কিন্তু তাতেও ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি। দর্শকের চাপ সামলাতে অতিরিক্ত দুটি গেট খোলা হয় স্টেডিয়ামের। ১৬ এবং ১৭ নম্বর গেট শেষ মুহূর্তে খোলা হয়। ফলে হঠাৎ ওই গেটের দিকে ছুটতে শুরু করেন দর্শকরা। যার ফলে হুড়োহুড়ি পড়ে যায়। বেশ কয়েকজন সমর্থক আহত হন।

আরও পড়ুন- ঋদ্ধির শেষ ম্যাচে সংবর্ধনা সিএবির, আবেগঘন বার্তা সৌরভের

spot_img

Related articles

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...

মায়ের তৈরি খাবার খেয়েই চরম সিদ্ধান্ত ফেসবুকে জনপ্রিয় চতুর্থ শ্রেণির ছাত্রের

রান্নাঘরে ঝুলন্ত কুলতলির চতুর্থ শ্রেণির পল্লব নস্করের (Pallav Naskar) নিথর দেহ উদ্ধার! হতবাক পরিবার-পড়শিরা। কেন এমন চরম সিদ্ধান্ত?...

সিবিআই-এর Gallery Show নয়, খেজুরির জোড়ামৃত্যুতে CID তদন্তের নির্দেশ আদালতের, গঠন হবে SIT

খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের রহস্যমৃত্যুতে রাজ্যের তদন্তকারী সংস্থাতেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট...

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য...