Wednesday, August 20, 2025

মোদি-যোগী সরকারের অপদার্থতায় মহাকুম্ভে মৃত্যুমিছিল, সুপ্রিম আদালতে দায়ের জনস্বার্থ মামলা

Date:

প্রশাসনিক অপদার্থতা আর ব্যর্থতায় মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু। কিন্তু যতটা ভিড় ছিল আর যেভাবে দুর্ঘটনা ঘটেছে সেখানে কি মৃত্যু সংখ্যা এতটা কম হতে পারে, নাকি গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে চলেছে যোগী সরকার (Yogi Adityanath Government)? মহাকুম্ভে (Mahakumbh stampede incident) মৃত্যুমিছিল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দায় এড়াতে কখনও পুণ্যার্থীর সংখ্যা গণনায় ব্যস্ত আদিত্যনাথ প্রশাসন কখনওবা ষড়যন্ত্রের তত্ত্ব আওড়াচ্ছেন। দায়সারা শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে এবার মহাকুম্ভে দুর্ঘটনার জল গড়ালো সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত। কেন পর্যাপ্ত পরিকাঠামো নেই? কেন মহাকুম্ভের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি বিজেপির ডবল ইঞ্জিন রাজ্য? উত্তরপ্রদেশ সরকারকে কাঠগড়ায় তুলে শীর্ষ আদালতে দায়ের হলো জনস্বার্থ মামলা।

সূত্রের খবর বিশাল তিওয়ারি (Vishal Tiwari) নামে এক আইনজীবী সুপ্রিম কোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন l তাঁর দাবি, মহাকুম্ভের দুর্ঘটনার রিপোর্ট তলব করে প্রকৃত দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করুক শীর্ষ আদালত। কোন কোন আধিকারিকের গাফিলতিতে এই দুর্ঘটনা তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের আর্জিও জানিয়েছেন তিনি। কেন্দ্র, উত্তরপ্রদেশ সরকার-সহ অন্য সব রাজ্যের সরকারকে পক্ষ হিসেবে এই মামলায় তুলে ধরা হয়েছে। মামলাকারীর বক্তব্য, আগামী দিনে কুম্ভের মতো বড় আয়োজনে যাতে সব রাজ্যের সরকার পর্যাপ্ত ব্যবস্থা, রাখেন জরুরিকালীন পরিস্থিতিতে সব সহায়তা মেলে এই সংক্রান্ত নির্দেশ দিক দেশের শীর্ষ আদালত।

এবারের মহাকুম্ভ মেলায় ভিআইপি তোষামোদে বেশি নজর দিতে দেখা গেছে যোগী সরকারকে। অথচ সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলেখেলা চলছে। এত বড় এক দুর্ঘটনা ঘটে যাওয়ার পর ‘বিলম্বিত বোধোদয়ের’ মত বৃহস্পতিবার সকাল থেকে হেভিওয়েট থেকে ভিআইপিদের গাড়ি প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, বাতিল VVIP পাস। পাশাপাশি মেলা প্রাঙ্গণে কোন কোন গাড়ি প্রবেশ করতে পারবে সেই সংক্রান্ত গাইডলাইন জারি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version