Wednesday, November 5, 2025

কেন্দ্রের রিপোর্টে ফাঁস মোদি জমানায় কর্মসংস্থানের ভাঁওতা

Date:

মূল্যবৃদ্ধির আঁচে সাধারণ মানুষ দিশেহারা। মানুষের ক্রয় ক্ষমতা কমছে। চাহিদা কমছে বাজারে। ফলে মার খাচ্ছে উৎপাদন। আর তার শোচনীয় প্রভাব এসে পড়েছে কর্মসংস্থানে। চাকরি নেই, বেকারত্বের জ্বালা বেড়েই চলেছে দেশের সর্বত্র। আচ্ছে দিনের কাণ্ডারি বিগত ১১ বছরে কোনও সমাধান সূত্রই দিতে পারেননি। বাজেটের মুখে কেন্দ্রের তথ্যই তুলে ধরেছে দেশের বেহাল কর্মসংস্থানের চিত্র। মোদি-রাজে অশনিসঙ্কেত উৎপাদন ক্ষেত্রে।

কেন্দ্রের মোদি সরকারের দেওয়া তথ্য বলছে, উৎপাদন ক্ষেত্রের চাকরিতে ব্যাপক ধস নেমেছে ২০২৩-২৪ অর্থবর্ষে। কর্মসংস্থান গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০১০-১১ অর্থবর্ষের তুলনায় ২০২৩-২৪ অর্থবর্ষে উল্লেখযোগ্য হারে কমেছে কর্মসংস্থান। কাজ হারিয়েছেন অন্তত ১২ লক্ষ মানুষ। দেশের আনইনকর্পোরেটেড সেক্টরের বা অনথিভুক্ত ক্ষেত্রে এই করুণ চিত্রই উঠে এসেছে কেন্দ্রের রিপোর্টে। জাতীয় পরিসংখ্যান দফতরের দেওয়া এই তথ্যে বাজেটের আগে তোলপাড় পড়ে গিয়েছে দেশে।

পরিসংখ্যান বলছে, সরকারি খাতায় নথিভুক্ত নয় এই সমস্ত সংস্থাগুলি। সংস্থাগুলি মূলত ব্যক্তি মালিকানাধীন কিংবা অংশীদারিত্বে চলে। মোদি জমানায় এ ধরনের সংস্থায় কর্মী সংখ্যা প্রভূত হারে কমেছে। সম্প্রতি বার্ষিক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে এনএসও। সেই তথ্যেই দেখা গিয়েছে, মোদি জমানায় ২০২৩-২৪ অর্থবর্ষে এই ক্ষেত্রে ৩ কোটি ৩৭ লক্ষ মানুষ চাকরি করছেন। ২০১০-১১ অর্থবর্ষে মনমোহন জমানায় সেখানে চাকরি করতেন ৩ কোটি ৪৯ লক্ষ মানুষ। বিগত ১৪ বছরে কর্মসংস্থান কমে গিয়েছে ১২ লক্ষ। ১৪ বছরে দেশে অনথিভুক্ত সংস্থা ৪২ লক্ষ বাড়ার পরও কেন এত মানুষ কাজ হারালেন, সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন। ২০১০-১১ অর্থবর্ষে ১ কোটি ৭২ লক্ষ ছিল অনথিভুক্ত সংস্থার সংখ্যা। বর্তমানে তা বেড়ে হয়েছে ২ কোটি ১৪ লক্ষ। কিন্তু কর্মসংস্থান বাড়েনি, বরং কমেছে। মানুষের রুটি-রুজির সংস্থান কমেছে। বিশেষজ্ঞদের অভিমত, মোদি সরকারের নীতিগত ব্যর্থতার কারণেই শোচনীয় এই হাল। নোট বাতিল, জিএসটি চালু, তারপর কোভিড পর্বে অপরিকল্পিত লকডাউনই এর জন্য দায়ী বলে মনে করছেন তাঁরা। মোদি সরকারের ভুল নীতির কারণে লাটে উঠেছে বহু সংস্থা। নতুন নতুন সংস্থা গড়ে উঠলেও তা দাঁড়াতে পারেনি। তার ফল ভুগছে দেশের মানুষ। বাড়ছে বেকারত্বের জ্বালা।

আরও পড়ুন- সল্টলেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য! 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version