Thursday, August 21, 2025

জল্পনার অবসান , নিজের পুরোনো ক্লাব স্যান্টোসেই ফিরছেন নেইমার

Date:

অবশেষে জল্পনার অবসান। নিজের পুরোনো ক্লাব স্যান্টোসেই ফিরছেন ব্রাজিলিয় তারকা নেইমার জুনিয়র। সোশাল মিডিয়ায় নিজেই ছোটবেলার ক্লাবে ফেরার কথা ঘোষণা করলেন তিনি। জানালেন, আমার ঘনিষ্ঠরা সিদ্ধান্তটা জানে। আমি স্যান্টোস ফুটবল ক্লাবে সই করতে চলেছি।

বৃহস্পতিবার রাতে সোষ্যাল মিডিয়ায় নেইমার একটি ভিডিও পোস্ট করে বলেন, “ স্যান্টোসে জন্মানো, স্যান্টোসের জন্য বাঁচা এবং স্যান্টোসের সঙ্গে আমৃত্যু যুক্ত থাকার সুযোগ খুব কম মানুষই পায়। আমি নিশ্চিত আগামী বছরগুলির চ্যালেঞ্জ সামলাতে যে ভালোবাসার প্রয়োজন। সেটা আমাকে শুধু স্যান্টোসই দিতে পারবে। আমার ঘনিষ্ঠরা সিদ্ধান্তটা জানে। আমি স্যান্টোস ফুটবল ক্লাবে সই করতে চলেছি। ক্লাব ও সমর্থকদের প্রতি আমার ভালোবাসা কখনও বদলায়নি।“
২০০৯ থেকে ২০১৩ সালে পর্যন্ত ব্রাজিলের ক্লাব স্যান্টোসে খেলেছেন তিনি। ২২৫ ম্যাচে রয়েছে ১৩৬ গোল। তারপর চলে আসেন বার্সেলোনায়। সেখান থেকে প্যারিস সাঁ জাঁ হয়ে চলে যান সৌদির ক্লাব আল হিলালে।

সম্প্রতি সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে নেইমারকে। নেইমারকে ছেড়ে দেন তারা। ২০২৩-এ পিএসজি থেকে প্রায় ৮৫০ কোটি টাকায় আল হিলালে আসেন ব্রাজিলীয় তারকা। কিন্তু আল হিলালে গত দুই মরশুমের অধিকাংশ সময় চোটের কবলেই কেটে গিয়েছে। পুরনো চোট সারিয়ে ফিরে আসার পরই ফের চোট। যার জেরে আল হিলালে দেড় বছরের কেরিয়ারে মাত্র ৭টি ম্যাচ খেলেছেন নেইমার।

আরও পড়ুন- আজ লাল-হলুদের সামনে মুম্বই, অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট লক্ষ্য অস্কারের

 

 

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version