Sunday, August 24, 2025

মুখ্যমন্ত্রীর হাত ধরেই বৈপ্লবিক পরিবর্তন খেলাধুলােয় : ব্রাত্য

Date:

মুখ্যমন্ত্রীর হাত ধরে খেলাধুলায় আমূল এবং বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে বাংলায়। সেই প্রমাণ মিলেছে বারংবার। কলকাতায় শুরু হয়েছে ৬৮ তম ন্যাশনাল স্কুল গেমস জিমন্যাস্টিক প্রতিযোগিতা। যুবভারতী স্টেডিয়াম, সাই স্টেডিয়াম, হাওড়া ডুমুরজলা এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে জিমন্যাশিয়াম স্টেডিয়ামে এই প্রতিযোগিতা চলবে। অনুষ্ঠানের উদ্বোধনে এদিন উপস্থিত ছিলেন, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দমকলমন্ত্রী সুজিত বোস, বিধান নগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। ব্রাত্য বসু বলেন, খেলাধুলার প্রতি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা প্রশংসাযোগ্য। সন্তোষ ট্রফি জয়ের পর মুখ্যমন্ত্রীর দেওয়া সংবর্ধনা আমাদের অনুপ্রাণিত করে। এছাড়া তাঁদের চাকরিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মন্ত্রীর কথায়, ক্লাসরুমের গতানুগতিক পড়া এবং সিলেবাসের বাইরে গিয়েও খেলাধুলো অত্যন্ত প্রয়োজনীয়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে বিভিন্ন ধরনের খেলা অনুপ্রাণিত হচ্ছে আমাদের উচিত এই ধরনের খেলাগুলোকে আরও প্রচার ও প্রসার করা। মুখ্যমন্ত্রীর খেলার জন্য সবাইকে কীভাবে উৎসাহ দেন তা আমরা সকলেই জানি। শুধুমাত্র খেলাধুলার ক্ষেত্রে নয়, সংস্কৃতি পরিবেশ বিভিন্ন ক্ষেত্রে তিনি উৎসাহ দিয়েছেন এবং নতুন প্রতিবাদের খুঁজে খুঁজে বের করেছেন। তথ্য বলছে, ২০১১ স্টেট গেমসে প্রতিযোগী সংখ্যা ছিল ৫ হাজারের নিচে। এই মুহূর্তে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজারের বেশি। ন্যাশনাল গেমসের রাজ্য পদক তালিকায় দশ থেকে কুড়ির মধ্যে থাকতো। এখন সেই স্থান এগিয়ে এসে হয়েছে ১ থেকে ১০এর মধ্যে। অর্থাৎ সব মিলিয়ে এই সরকারের আমলে খোলনলচে বদলে গেছে খেলার জগৎও।

আরও পড়ুন- বাজেটে আবার ঠকালো কেন্দ্র! কৃষকদের দাবি নিয়ে ফের ছেলেখেলা মোদি সরকারের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version