Sunday, May 4, 2025

বিরোধীদের চাপে ক্যান্সারের ওষুধে শুল্ক প্রত্যাহার কেন্দ্রের, দাম কমছে কিছু জীবনদায়ী ওষুধেরও

Date:

বিরোধীদের চাপে শেষ পর্যন্ত পড়ে ৩৬ টি ক্যান্সারের ওষুধে (Cancer Medicine) শুল্ক প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে বেশ কিছু জীবনদায়ী ওষুধের (Life Saving Drug) দামও কমতে চলেছে। কারণ, সেক্ষেত্রে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। শনিবার, ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট (Union Budget) পেশ করে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)।

এদিন, নির্মলা সীতারমণ জানান, আগামী ৩ বছরের মধ্যে দেশের সব জেলায় মোট ২০০টি ডে কেয়ার ক্যান্সার সেন্টার স্থাপন করা হবে। জেলা হাসপাতালগুলিতে এই ক্যান্সার সেন্টার তৈরি করা হবে। মোট ২০০টি কেন্দ্র স্থাপন করা হবে।

অর্থমন্ত্রী জানান “যারা ক্যান্সার, দীর্ঘস্থায়ী বা অন্যান্য গুরুতর রোগে ভুগছেন, তাঁদের জন্য ৩৬টি জীবনদায়ী ওষুধকে (Life Saving Drug) মৌলিক শুল্ক অব্যাহতিপ্রাপ্ত ওষুধের তালিকায় যুক্ত করার প্রস্তাব করছি।”
আরও খবর: বঞ্চিত বাংলা, ভোটমুখী বাজেটে লাভবান বিহার: তীব্র ক্ষোভ প্রকাশ অভিষেকের

চিকিৎসক সংখ্যা বাড়াতে মেডিক্যাল কলেজগুলিতে ১০ হাজার আসন বৃদ্ধি করা হচ্ছে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এতে আরও বেশি সংখ্যায় ছাত্র-ছাত্রী মেডিক্যাল পড়ার সুবিধা পাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, আগামী বছর মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে ১০০০০ আসন বাড়ানো হবে। আগামী ৫ বছরে ৭৫০০০ আসন বাড়ানো লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় ডেলিভারি বা গিগ কর্মীদের সুরক্ষা দিতে স্বাস্থ্যবিমার ঘোষণা করেন নির্মলা। সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে আনা হবে গিগ ওয়ার্কারদের। মোট ১ কোটি কর্মী স্বাস্থ্য ও বিমার সুবিধা পাবেন। পাশাপাশি, সমস্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক স্বাস্থ্য সেবাকেন্দ্রগুলিতে ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হবে।

Related articles

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...
Exit mobile version