Wednesday, November 5, 2025

বিরোধীদের চাপে ক্যান্সারের ওষুধে শুল্ক প্রত্যাহার কেন্দ্রের, দাম কমছে কিছু জীবনদায়ী ওষুধেরও

Date:

বিরোধীদের চাপে শেষ পর্যন্ত পড়ে ৩৬ টি ক্যান্সারের ওষুধে (Cancer Medicine) শুল্ক প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে বেশ কিছু জীবনদায়ী ওষুধের (Life Saving Drug) দামও কমতে চলেছে। কারণ, সেক্ষেত্রে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। শনিবার, ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট (Union Budget) পেশ করে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)।

এদিন, নির্মলা সীতারমণ জানান, আগামী ৩ বছরের মধ্যে দেশের সব জেলায় মোট ২০০টি ডে কেয়ার ক্যান্সার সেন্টার স্থাপন করা হবে। জেলা হাসপাতালগুলিতে এই ক্যান্সার সেন্টার তৈরি করা হবে। মোট ২০০টি কেন্দ্র স্থাপন করা হবে।

অর্থমন্ত্রী জানান “যারা ক্যান্সার, দীর্ঘস্থায়ী বা অন্যান্য গুরুতর রোগে ভুগছেন, তাঁদের জন্য ৩৬টি জীবনদায়ী ওষুধকে (Life Saving Drug) মৌলিক শুল্ক অব্যাহতিপ্রাপ্ত ওষুধের তালিকায় যুক্ত করার প্রস্তাব করছি।”
আরও খবর: বঞ্চিত বাংলা, ভোটমুখী বাজেটে লাভবান বিহার: তীব্র ক্ষোভ প্রকাশ অভিষেকের

চিকিৎসক সংখ্যা বাড়াতে মেডিক্যাল কলেজগুলিতে ১০ হাজার আসন বৃদ্ধি করা হচ্ছে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এতে আরও বেশি সংখ্যায় ছাত্র-ছাত্রী মেডিক্যাল পড়ার সুবিধা পাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, আগামী বছর মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে ১০০০০ আসন বাড়ানো হবে। আগামী ৫ বছরে ৭৫০০০ আসন বাড়ানো লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় ডেলিভারি বা গিগ কর্মীদের সুরক্ষা দিতে স্বাস্থ্যবিমার ঘোষণা করেন নির্মলা। সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে আনা হবে গিগ ওয়ার্কারদের। মোট ১ কোটি কর্মী স্বাস্থ্য ও বিমার সুবিধা পাবেন। পাশাপাশি, সমস্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক স্বাস্থ্য সেবাকেন্দ্রগুলিতে ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হবে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version