Thursday, August 21, 2025

আজ আইএসএল-এ মিনি ডার্বি। আইএসএল-এ আজ মহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএলে লিগ-শিল্ড খেতাব ধরে রাখার লক্ষ্যে শনিবার মহামেডানকে হারিয়ে আরও একধাপ এগোতে চায় মোহনবাগান। প্রতিপক্ষ মহামেডান যতই লিগ টেবিলে সবার নিচে থাকুক, যতই মাঠের বাইরের সমস্যায় জর্জরিত হোক, তাদের সমীহ করছেন মোহনবাগান কোচ জোসে ফ্রান্সিসকো মোলিনা।

ম্যাচের আগে একটু হলেও চিন্তা বাড়িয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রডরিগেজ। বেঙ্গালুরুর বিরুদ্ধে চোট পেয়েছেন তিনি। শুক্রবারও রিহ্যাব করেছেন। ধরেই নেওয়া যায়, মহামেডানের বিরুদ্ধে আলবার্তোকে খেলানোর ঝুঁকি নেবেন না কোচ জোসে মোলিনা। সেক্ষেত্রে দীপেন্দু বিশ্বাস সেন্টার ব্যাকে হয়তো খেলবেন টম অলড্রেডের পাশে। রক্ষণে আরও একটি বদল করতেই হচ্ছে মোহনবাগান কোচকে। কার্ড সমস্যায় আগের ম্যাচে না থাকা আশিস রাই ফিরছেন রাইট ব্যাকে। লেফট ব্যাকে যথারীতি শুভাশিস বসু। মাঝমাঠ ও আক্রমণভাগে গত দু’দিন ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন কম্বিনেশন পরখ করে নিয়েছেন মোলিনা। শেষ পাঁচ ম্যাচে সেভাবে গোল আসেনি। বেঙ্গালুরু ম্যাচে লিস্টন কোলাসোর অনবদ্য গোল অনেক ভুলত্রুটি ঢেকে দিয়েছে। বড় ম্যাচের আগে বাগানের স্প্যানিশ কোচ বললেন, ‘‘আমাদের আরও গোল করতে হবে। তবে সবসময় গোল হয় না। ছেলেরা খুব পরিশ্রম করছে। সবাই মিলে আক্রমণ করার পাশাপাশি রক্ষণও করছে। তাই ওদের দোষ দিতে পারি না। মহামেডান ম্যাচ কঠিন হবে। ওরা আমাদের চাপে ফেলার চেষ্টা করবে। আশা করি, আমরা ভাল করব।”

মোহনবাগান রক্ষণে আলবার্তো না থাকার সুযোগটা নিতে চাইছে মহামেডান। নতুন বিদেশি মার্ক আন্দ্রে শমারবককে খেলিয়ে চমক দিতে চাইছে সাদা-কালো ব্রিগেড। মহামেডান বেঞ্চে কোচিংয়ের দায়িত্বে আপাতত থাকছেন মেহরাজউদ্দন ওয়াডু। মহামেডানের অন্তর্বর্তী হেড কোচ বললেন, ‘‘বড় ম্যাচ সবসময় ৫০-৫০। বেতন সমস্যা থাকলেও ছেলেরা পেশাদার। ওরা মাঠে নেমে সেরাটা দেবে। সমর্থকদের খুশি করার চেষ্টা করব আমরা।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version