Tuesday, November 4, 2025

সাধারণ মানুষের উপর বিমায় জিএসটির (GST) বোঝা ২০২৪ সাল থেকেই চাপিয়েছিল মোদি সরকার। এবার সেই বিমাক্ষেত্রকে সম্পূর্ণ বৈদেশিক সংস্থার হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করলেন নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। এমনিতেই ১৮ শতাংশ জিএসটি লাগু হওয়ার পরে বিমায় বিমুখ ভারতের অর্থনীতি। এবার দেশীয় বিমা সংস্থার থেকে বেশি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে বিদেশি সংস্থাগুলিকে, ১০০ শতাংশ লগ্নির পথ খুলে দিয়ে। কেন্দ্রীয় বাজেটে এই ঘোষণার পরই বিমাক্ষেত্রে ষড়যন্ত্রের (conspiracy) আশঙ্কা প্রকাশ রাজ্যের শাসকদল তৃণমূলের।

উপার্যনের উপর বাড়তি চাপ দিয়ে জীবন বা স্বাস্থ্যের বিমায় এমনিতেই মধ্যবিত্তের ঝোঁকার প্রবণতা কম। ২০২৪ অন্তর্বর্তী বাজেটে প্রতিটি বিমাযোগ্য জিনিসে জিএসটি-র (GST) বোঝা চাপিয়ে বাড়তি খরচের বোঝা চাপানো হয় সাধারণ মধ্যবিত্তের উপর। ফলে এক ধাক্কায় এই ক্ষেত্রে বিনিয়োগ কমে যায় গত আর্থিক বর্ষে। এবার গোদের উপর বিষফোঁড়ার মত বিমাক্ষেত্রে ১০০ শতাংশ বৈদেশিক বিনিয়োগের (FDI) পথ খুলে দিলো কেন্দ্রের সরকার।

একদিকে জিএসটির বোঝায় ধুকতে থাকা ভারতীয় বিমা সংস্থা, অন্যদিকে বৈদেশিক বিনিয়োগে (FDI) এই ক্ষেত্রের পরিণতি কী হতে চলেছে তার ব্যাখ্যা দিতে গিয়ে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রধান অর্থ উপদেষ্টা অমিত মিত্রের (Amit Mitra) দাবি, বিমায় ১০০ শতাংশ বৈদেশিক বিনিয়োগের অর্থ সরকারি খাতের সব বিমা সংস্থা, এমনকি এলআইসি-র মতো সংস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া। সেই সঙ্গে একগুচ্ছ ভারতের বেসরকারি খাতের সংস্থারও একই পরিণতি। এবারন বিদেশী সংস্থা আসবে ১০০ শতাংশ ক্ষমতা নিয়ে আর সাধারণ মানুষের উপর জিএসটি থাকবে ১৮ শতাংশ। আমরা দাবি জানিয়েছিলাম জিএসটি এই ১৮ শতাংশ থেকে শূন্যে নামিয়ে আনতে। কিন্তু কেন্দ্রের সরকার তা খারিজ করে দিয়েছে। এখানেই প্রশ্ন, তাহলে বৈদেশিক বিনিয়োগ (FDI) এনে মানুষের উপর জিএসটির (GST) বোঝা চাপিয়ে কার মুনাফা করার চেষ্টা চলছে। সেখানেই উঠে আসছে ষড়যন্ত্রের (conspiracy) তত্ত্ব।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version