আর্থমুভার দিয়ে হাতিকে উত্ত্যক্ত করার অভিযোগে চালককে গ্রেফতার করল পুলিশ। পাশাপাশি আর্থমুভারটি বাজেয়াপ্ত করা হয়েছে। মালবাজারের এই ঘটনায় ধৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শনিবার ডুয়ার্সের পূর্ব ডামডিমে আপালচাঁদ বনাঞ্চল থেকে বের হয়ে আসা একটি বুনো হাতিকে উত্ত্যক্ত করতে থাকে স্থানীয় কিছু মানুষ। শেষ পর্যন্ত ক্ষিপ্ত হয়ে হাতিটি একটি নজরমিনারে ধাক্কা মারে। তখন নজরমিনারটির উপরে ছিলেন পর্যটকরাও। এতে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত সকলে। পরে একটি আর্থমুভার নিয়ে এসে হাতিটিকে আক্রমণ করা হয়। হাতিটিও উত্তেজিত হয়ে আর্থমুভারটিতে ধাক্কা দেয়। এই ভিডিও মুহূর্তের মধ্যেই ভআইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর্থমুভারের চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় থানাতে। তার প্রেক্ষিতেই পদক্ষেপ করল পুলিশ। জলপাইগুড়ির ডামডিমের এই ঘটনায় প্রতিবাদে নেমেছেন পশুপ্রেমীরা। বনদফতরের তরফেও নেওয়া হয়েছে ব্যবস্থা।

View this post on Instagram
ঠিক কী ঘটেছিল? গত শনিবার ডুয়ার্সের পূর্ব ডামডিমের ঘটনা। আপালচাঁদ বনাঞ্চল থেকে বেরিয়ে আসে হাতিটি। একটি বুনো হাতি দিনভর পশ্চিম ডামডিম ও পূর্ব ডামডিমে সারাদিন অবস্থান করে। আর সেখানেই হাতিটিকে উত্ত্যক্ত করতে থাকে স্থানীয় কিছু মানুষ। শেষ পর্যন্ত ক্ষিপ্ত হয়ে হাতিটি একটি নজরমিনারে ধাক্কা মারে। তখন নজরমিনারটির উপরে ছিলেন পর্যটকরাও। এতে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত সকলে। পরে একটি জেসিবি নিয়ে হাতিটিকে আক্রমণ করা হয়। হাতিটিও উত্তেজিত হয়ে জেসিবিতে ধাক্কা দেয়। এতে জখমও হয় হাতিটি। অভিযোগ পাওয়ামাত্রই নেওয়া হয় ব্যবস্থা।

আরও পড়ুন- বিতর্ক চাপা দিতে সুব্রত বক্সিকে চিঠি লিখে ‘ক্ষমাপ্রার্থী’ মদন!

_

_

_

_

_

_

_

_
