Thursday, August 28, 2025

বিজেপির দাদাগিরি! সরকারি জমিতে দখল হটাতে গিয়ে হেনস্থার শিকার পুরপ্রধান সুপ্রকাশ

Date:

সরকারি জমি দখল মুক্ত করতে গিয়ে এবার বিজেপি নেতার হাতে হেনস্থার শিকার কাঁথির পুরপ্রধান সুপ্রকাশ গিরি। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল কাঁথি শহরে। ইতিমধ্যে অভিযুক্ত বিজেপি নেতা গোরাচাঁদ পাত্রর নামে পুলিশে অভিযোগ দায়ের করেছেন কাঁথির পুরপ্রধান সুপ্রকাশ গিরি।

জানা গিয়েছে, কাঁথি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে দুই বিঘার সরকারি একটি জমি রয়েছে। পাশে পুকুরও রয়েছে একটি। সেই সরকারি জমি বছরের পর বছর ধরে বেদখল করে রেখেছে স্থানীয় বিজেপি নেতা হিসেবে পরিচিত গোরাচাঁদ পাত্র। যিনি আবার ওই এলাকার শুভেন্দু ঘনিষ্ঠ কাউন্সিলর সুবল মান্নার কাছের লোক হিসেবে পরিচিত। গোরাচাঁদের বিরুদ্ধে পুরসভার অভিযোগ, একাধিকবার পুরসভার তরফ থেকে তাকে ওই জমি দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তাতে কোনরকম কর্ণপাত করেননি গোরাচাঁদ। সরকারি জমির পাশেই রয়েছে তার নিজের বাড়ি। অবৈধভাবে প্ল্যান বহির্ভূত বাড়ি তৈরি করেছে গোরাচাঁদ। এছাড়াও সরকারি জমিতে নিজের বাড়ির একাংশ নির্মাণ করেছে বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে গত জুন মাসে তাকে নোটিশ পাঠায় পুরসভা। বারংবার পুরসভার তরফ থেকে ওই এলাকায় জমি মাপ করার জন্য লোকজন গেলেও ফিরে আসতে হয় তাদের। এছাড়াও পুকুরের ধারে একাধিক সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। গত ২১ জানুয়ারি গোরাচাঁদ পুরসভার কাছে জমি দখলমুক্ত করার মুচলেখা দেয় বলে পুরসভার দাবি। তারপরেও দখলমুক্ত করেনি গোরাচাঁদ। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে পুরসভার লোকজন ওই সরকারি জমিতে গিয়ে দেখেন তার ওপর স্থায়ীভাবে দখলের প্রস্তুতি নিচ্ছে অভিযুক্ত। এমন পরিস্থিতিতে পুরসভার লোকজন গেলে তাদের ওপর চড়াও হয় গোরাচাঁদ। ঘটনাস্থলে গিয়ে পৌঁছান কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ। হেনস্থার শিকার হয়েছেন চেয়ারম্যান। অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন সুপ্রকাশ। এছাড়াও পুরসভার তরফ থেকে আগামী সাত দিনের মধ্যে দখলমুক্ত করার জন্য ফের মঙ্গলবার নোটিশ পাঠানো হয়েছে গোরাচাঁদের কাছে। চেয়ারম্যান সুপ্রকাশ গিরি জানিয়েছেন, “ওই জমি বছরের উপর বছর ধরে দখল করে রেখেছেন ওই বিজেপি নেতা। মঙ্গলবার আমি সকালে গেলে আমার উপর মারমুখী হয়ে ওঠেন অভিযুক্ত। আমি ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছি।”

আরও পড়ুন- কলকাতা পুলিশকে ঢেলে সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী! তৈরি হচ্ছে নতুন ১২টি ডেপুটি কমিশনার পদ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version